রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ। পৃথক এ অভিযানে ১ হাজার ৫৪৯টি মামলা করা হয়েছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে বুধবার (৯ এপ্রিল) দিনব্যাপী রাজধানীর বিভিন্ন এলাকায় পৃথক ওই অভিযান পরিচালিত হয়। ডিএমপি জানায়, বুধবার রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১ হাজার ৫৪৯টি মামলা করা হয়েছে। পাশাপাশি অভিযানকালে ২৭৪টি গাড়ি ডাম্পিং ছাড়াও ১১৭টি গাড়ি রেকার করা হয়েছে।
ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে ডিএমপির ট্রাফিক বিভাগ।
আপনার মতামত লিখুন :