রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫

আজ বায়ুদূষণে কততম ঢাকা?

রূপালী ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১১, ২০২৫, ১০:১৯ এএম

আজ বায়ুদূষণে কততম ঢাকা?

বায়ুদূষণে ছবি: সংগৃহীত

বিশ্বজুড়ে দিন দিন বাড়ছে বায়ুদূষণের মাত্রা। এর বাইরে নয় মেগাসিটি ঢাকা। দীর্ঘসময় ধরে দূষিত বাতাসে ঢাকা শহর। সাম্প্রতিক কয়েক দিন ধরেই বিশ্বের সবচেয়ে দূষিত শহরগুলোর তালিকায় শীর্ষের দিকেই অবস্থান করছে রাজধানী। 

শুক্রবার (১১ এপ্রিল) সকাল ৯টা ১০ মিনিটে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার থেকে এ তথ্য জানা যায়।

৭২২ স্কোর নিয়ে আজ বায়ুদূষণের শীর্ষে ইরাকের রাজধানী বাগদাদ, যা এখানকার বাতাসের মান নাগরিকদের জন্য ‘ঝঁকিপূর্ণ’। একই সময়ে ৩৬০ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে কুয়েত শহর।

এদিকে ২৩৮ স্কোর নিয়ে অস্বাস্থ্যকর শহরের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে সৌদি আরবের রাজধানী রিয়াদ। আর ১৩৪ স্কোর নিয়ে এ তালিকার ১২তম অবস্থানে রয়েছে রাজধানী ‘ঢাকা’।

একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।

২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে। এ ছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।
 

আরবি/শিতি

Link copied!