অসামাজিক কার্যকলাপের দায়ে ৭ নারীসহ অন্তত ১৫ জনকে রাজধানীর উত্তরার এক হোটেল থেকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) উত্তরা ৯ নম্বর সেক্টরে অবস্থিত একটি আবাসিক হোটেল থেকে তাদেরকে আটক করা হয়। এসময় হোটেলের বিভিন্ন কক্ষ থেকে নেশাজাতীয় দ্রব্য উদ্ধার করেছে পুলিশ।
ঘটনার সতত্য নিশ্চিত করে উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ মো. হাফিজুর রহমান বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি ওই হোটেলটিতে অসামাজিক কার্যকলাপ হচ্ছে। এরই সূত্র ধরে অভিযান চালালে সেখান থেকে অসামাজিক কাজে ব্যবহৃত জিনিসপত্র পেয়েছি।’
তিনি আরও বলেন, ‘স্পা সেন্টারের আড়ালে সেখানে অসামাজিক কাজ হত। এসবের সঙ্গে জড়িতদের থানায় নেওয়া হয়েছে।’
এছাড়াও উত্তরায় এ ধরনের অসামাজিক কার্যকলাপ প্রতিরোধে পুলিশ জিরো টলারেন্স ঘোষণা করেছে বলে জানিয়েছেন তিনি।
আপনার মতামত লিখুন :