রাজধানীর ধানমন্ডিতে চালু হলো তাইওয়ানের জনপ্রিয় চায়ের ব্র্যান্ড চাটাইম-এর আরও একটি নতুন শাখা। বিএনএস ফুড অ্যান্ড বেভারেজ বিশ্বজুড়ে জনপ্রিয় এই ব্র্যান্ডকে আধুনিকতার ছোঁয়ায় বাংলাদেশে এনেছে।
শুক্রবার (১১ এপ্রিল) সন্ধ্যায় ধানমন্ডির ২ নম্বর রোডে, ৩৭ নম্বর বাড়ির খান এবিসি ট্রেডপ্লেক্স-এ চাটাইমের নতুন এই শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিএনএস গ্রুপের চেয়ারম্যান এম. এন. এইচ. বুলু।
এ সময় উপস্থিত ছিলেন বিএনএস ফুড অ্যান্ড বেভারেজ-এর কর্ণধার ও বিএনএস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সাফকাদ বিন বুলু, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তারা।
উদ্বোধনী অনুষ্ঠানে এম. এন. এইচ. বুলু বলেন, ‘আধুনিকতার সঙ্গে ঐতিহ্যের মেলবন্ধন ঘটিয়ে চাটাইম বাংলাদেশে এনেছে বিএনএস ফুড অ্যান্ড বেভারেজ। গ্রাহকদের ব্যাপক আগ্রহ ও চাহিদার কারণে আমরা একের পর এক নতুন শাখা চালু করছি।’
বিএনএস গ্রুপের এমডি সাফকাদ বিন বুলু বলেন, ‘চাটাইমের মাধ্যমে আমরা দেশে একটি ইউনিক ‘ক্যাফে কালচার’ গড়ে তুলছি, যা তরুণ প্রজন্মকে আকৃষ্ট করছে। এই ধারাবাহিকতায় ধানমন্ডিতে আরও একটি সুবিশাল পরিসরে নতুন শাখা চালু করা হলো। বর্তমানে ঢাকায় চাটাইম-এর ১১টি শাখা চালু আছে এবং ভবিষ্যতে চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, বগুড়া সহ আরও বেশ কিছু জেলায় শাখা চালুর পরিকল্পনা রয়েছে ইনশাআল্লাহ।,
রাজধানীতে চাটাইম-এর অন্যান্য শাখাসমূহ:
বনানী: ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার (দ্বিতীয় তলা), গুলশান: ১১৪ গুলশান এভিনিউ, ধানমন্ডি: সাত মসজিদ রোড, জিএইচ হাইটস (৫ম তলা), সীমান্ত সম্ভার: ১০ম তলা, উত্তরা: ৯ নম্বর সেক্টর, ১৬ সোনারগাঁও জনপদ এভিনিউ (মাসকট প্লাজার পাশে), শান্তিনগর: বেলী রোডে সুবিশাল পরিসরে।
চাটাইম-এর মূল আকর্ষণ ‘বাবল-টি’—যা ঠান্ডা চায়ের সঙ্গে দুধ বা ফলের ফ্লেভার এবং সাগুর মতো টাপিওকা বল দিয়ে তৈরি হয়। এই অভিনব পানীয়টি ১৯৮০-এর দশকে তাইওয়ানে উদ্ভাবিত হয় এবং এখন বিশ্বের বিভিন্ন দেশে ব্যাপক জনপ্রিয়। তাইওয়ান ‘ওলং চা’ ও ‘বাবল-টি’র জন্য বিশ্বব্যাপী পরিচিত, যা এখন বাংলাদেশের ভোক্তাদের মাঝেও আগ্রহ তৈরি করছে।
আপনার মতামত লিখুন :