ঢাকা শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

স্বস্তির বৃষ্টিতেও নগরবাসীর ভোগান্তি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ১৬, ২০২৫, ০৭:৩৮ পিএম
বৃষ্টির সময় ছাতা মাথায় হাঁটেন পথচারীরা। ছবি : সংগৃহীত

রাজধানীসহ সারা দেশে টানা কয়েকদিন ধরেই গরমের তীব্রতা বাড়ছে। এরই মধ্যে দুপুরে স্বস্তির বৃষ্টিতে ভিজল ঢাকা। তবে বৃষ্টি হলেই রাজধানীর সড়কে যানবাহনের দীর্ঘ যানজট লক্ষ করা যায়। এতে ভোগান্তি বেড়ে যায় সড়কে।

বুধবার (১৬ এপ্রিল) দুপুর থেকে ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি শুরু হয়। এ সময় অনেককে ভিজে গন্তব্যে ও বাসায় ফিরতে দেখা গেছে।

তারা বলেন, টানা গরমের মধ্যে কিছুটা হলেও স্বস্তি নিয়ে এসেছে এ বৃষ্টি। অন্যদিকে, কেউ কেউ এ বৃষ্টিকে ভোগান্তির বলে উল্লেখ করেন। 

মিরপুরের কালশীর বাসিন্দা আরিফুর রহমান বলেন, ‘এবার বৃষ্টির কারণে একটু হলেও আরাম পাইতাছি। না-হলে অনেক কষ্ট হয়ে যাইত।’

তেজগাঁওয়ে সাব্বির হোসেন রিয়াদ নামে একজন বলেন, ‘প্রয়োজনীয় কাজ শেষ করে অফিসে ফিরছিলাম। বৃষ্টিতে মনটা ভালো হয়ে গেল। কী যে শান্তি লাগছে, বলে বোঝাতে পারব না। এখন গিয়ে ফুরফুরে মেজাজে কাজ করব।’

আগামী তিন দিন দেশজুড়ে এমন বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়ে আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক বলেন, ‘সারা দেশেই বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হবে, থেমে যাবে, আবার হবে- এমনই চলবে। কখনো বেশি, কখনো কম। এ সময় তাপমাত্রাও সহনশীল থাকবে।’

আবহাওয়ার নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।

এদিন সকাল ৬টা পর্যন্ত দেশের সর্বোচ্চ ৩৬ মিলিমিটার বৃষ্টি ঝরেছে চট্টগ্রামের সীতাকুণ্ডে।

আবহাওয়া পূর্বাভাস বলছে, সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।