রাজধানীর বনানী ১১ নম্বর সড়কে ব্যাটারিচালিত রিকশাচালকরা আন্দোলন করছেন। কেউ আন্দোলনের ছবি কিংবা ভিডিও করলেই তাকে ধাওয়া দিয়ে লাঠিপেটা করছেন চালকরা।
পরিস্থিতি নিয়ন্ত্রণে সোমবার (২১ এপ্রিল) দুপুর ২টা ৪৫ মিনিটে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে আসেন।
সরেজমিনে দেখা যায়, আন্দোলনের ছবি বা ভিডিও যারাই তুলতে যান, তাদের ধাওয়া দিয়ে মারধর করছেন চালকরা।
পুলিশ সূত্রে জানা যায়, গত কয়েক দিন আগে গুলশান সোসাইটিতে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধের ঘোষণা দেওয়া হয়। কিন্তু সোসাইটির এই সিদ্ধান্ত মেনে নেননি চালকরা।
তারা গত কয়েক দিন ধরে গুলশানের বিভিন্ন এলাকায় ব্যাটারিচালিত রিকশা চালানোর দাবিতে আন্দোলন করে আসছিলেন। কিন্তু আজ সোসাইটির বাসিন্দারা গুলশানের শেষ মাথায় এবং বনানী এলাকার শুরুর রাস্তায় ব্যাটারিচালিত রিকশা আটক করছিলেন। এতে চালকরা ক্ষুব্ধ হয়ে ওঠেন।
তারা বনানী ১১ নম্বর এলাকায় আন্দোলন শুরু করেন। এ সময় তাদের আন্দোলনের ভিডিও ও ছবি যারাই তুলতে যান, তাদেরই লাঠিপেটা করেন রিকশাচালকরা।
স্থানীয়রা জানান, এখন পর্যন্ত ব্যাটারিচালিত রিকশাচালকরা দুই থেকে তিনজন মোটরসাইকেল চালককে লাঠি দিয়ে পিটিয়েছেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে দুপুর ২টা ৪৫ মিনিট থেকে ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছেন।
আপনার মতামত লিখুন :