রাজধানীর উত্তরা বিএনপি নেতাদের পাশে এখন সক্রিয় আওয়ামী লীগ নেতাদের দেখা যাচ্ছে। এতে দলের ক্লিন ইমেজ নষ্ট হচ্ছে বলে দাবি করেন স্থানীয় বিএনপির নেতারা।
এ ছাড়া আওয়ামী লীগের ঝটিকা মিছিল নিয়েও উত্তরা বিএনপি ও ছাত্র-জনতার মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে।
গত শনিবার (১৯ এপ্রিল) ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম কফিল উদ্দিন আহমেদ ও সদস্য মো. মোতালেব হোসেন রতন দক্ষিণখান থানাধীন ৪৭ নম্বর ওয়ার্ডের ফায়দাবাদ প্রাইমারি স্কুলের পাশে রাস্তা মেরামত কাজের উদ্বোধন করেন।
রাস্তার কাজে উদ্বোধনের সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যার ওয়ারেন্টভুক্ত আসামি তাজু মাদবর ও আওয়ামী লীগ নেতা মিলন মাদবরসহ অনেকেই ছিলেন।।
ছবিগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনা ঝড় উঠে।
স্থানীয় বিএনপি নেতারা বলেন, সাবেক স্বৈরাশাসক শেখ হাসিনার অনুসারী আওয়ামী লীগের পলাতক নেতাকে সঙ্গে নিয়ে শোডাউনের মাধ্যমে আওয়ামী লীগকে পুনর্বাসন করা হচ্ছে।