শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২৬, ২০২৫, ০৪:১২ পিএম

ঝটিকা মিছিল: ডিবির অভিযানে আরও গ্রেপ্তার ৮

রূপালী ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২৬, ২০২৫, ০৪:১২ পিএম

ঝটিকা মিছিল: ডিবির অভিযানে আরও গ্রেপ্তার ৮

ছবি: ডিএমপির গোয়েন্দা বিভাগের ফেসবুক পেজ থেকে নেওয়া

রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের আরও আট সদস্যকে গ্রেপ্তার করেছে ডিএমপির গোয়েন্দা বিভাগ (ডিবি)। 

গ্রেপ্তাররা হলেন, কামরাঙ্গীরচর থানার ৫৭ নং ওয়ার্ড যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আহমেদ শহিদ (৪১), বংশাল থানা ৩৩ নং ওয়ার্ড যুবলীগ সভাপতি মো. জিয়া মিয়া (৪৫), ২৮ নং ওয়ার্ড  শেরে বাংলা নগর থানা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আব্দুর রব পাটোয়ারী (৫০), ২৮ নং ওয়ার্ড যুবলীগ শেরে বাংলা নগর থানার সহ-সভাপতি মো. কবির হোসেন ওরফে পানি কবির (৩৫), ৪৮ নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি ও আওয়ামী লীগের ৪৮ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক প্রার্থী এম কে আজিম ৬, মহানগর উত্তর তুরাগ থানা কৃষক লীগ নেতা  মো. দেলোয়ার হোসেন (৪২), বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদ, কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রায়হান আহমেদ (৪৩) এবং বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সহ সংস্কৃতি বিষয়ক সম্পাদক ও সাবেক স্বেচ্ছাসেবক লীগের রামপুরা থানার সভাপতি মোহাম্মদ কামরুল ইসলাম খান লিটু (৪৫)। 

ডিবি সূত্রে জানা যায়, শুক্রবার  (২৫ এপ্রিল) দুপুর সাড়ে তিনটায় রাজধানীর নিউমার্কেট এলাকা হতে শামীম আহমেদ শহিদকে এবং বিকাল আনুমানিক সাড়ে পাঁচটার দিকে মো. জিয়া মিয়াকে গ্রেপ্তার করে ডিবি-লালবাগ বিভাগ । 

ডিবি সূত্রে আরও জানা যায়, শুক্রবার রাড়ে আটটায় ডিবি-মতিঝিল বিভাগের একটি টিম তেজগাঁও এলাকায় অভিযান পরিচালনা করে মো. আব্দুর রব পাটোয়ারী ও মো. কবির হোসেন ওরফে পানি কবিরকে গ্রেপ্তার করে। এরপর রাত সাড়ে ৯টায় যাত্রাবাড়ী থানাধীন কলাপট্টি হতে এম কে আজিমকে গ্রেপ্তার করেছে ডিবি-ওয়ারী বিভাগ এবং রাত সাড়ে ১১টায় তুরাগ থানা এলাকা থেকে মো. দেলোয়ার হোসেনকে গ্রেপ্তার করে ডিবি উত্তরা বিভাগ। 

অন্যদিকে, শনিবার রাত সাড়ে বারোটায় মুগদা এলাকা হতে রায়হান আহমেদকে গ্রেপ্তার করে ডিবি-ওয়ারী বিভাগের একটি টিম। একই দিন রাত দেড়টার দিকে রামপুরা মহানগর প্রজেক্ট এলাকা থেকে মোহাম্মদ কামরুল ইসলাম খান লিটুকে গ্রেপ্তার করে ডিবি-গুলশান বিভাগের অপর একটি টিম। 

গ্রেপ্তারদের বিরুদ্ধে নানাভাবে সংঘবদ্ধ হয়ে রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিলে অংশগ্রহণের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করা ও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করার অভিযোগ রয়েছে। 

গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

Link copied!