ঢাকা শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫

কুর্মিটোলায় ৫১তম আগা খাঁন গলফ টুর্নামেন্ট শুরু

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২৫, ০৯:০১ পিএম

কুর্মিটোলায় ৫১তম আগা খাঁন গলফ টুর্নামেন্ট শুরু

ছবি: রূপালী বাংলাদেশ

রাজধানীর কুর্মিটোলা গলফ কোর্সে তিন দিনব্যাপী ৫১তম আগা খাঁন গোল্ড কাপ গলফ টুর্নামেন্ট-২০২৫ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। আজ শুক্রবার (১৭ জানুয়ারি) প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খান।

টুর্নামেন্টটি চলবে ১৬-১৮ জানুয়ারি পর্যন্ত। এই প্রতিযোগিতায় কুর্মিটোলা গলফ ক্লাবের দেশি-বিদেশি সদস্যসহ দেশের বিভিন্ন গলফ ক্লাবের প্রায় ৫০০ জন গলফার অংশগ্রহণ করছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ড্যান্ট ও কুর্মিটোলা গলফ ক্লাবের ভাইস প্রেসিডেন্ট লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহীনুল হক, প্রিন্স আগা খাঁন শিয়া ইমামি ইসমাইলি কাউন্সিলের প্রেসিডেন্ট মাদাদ আলী ভিরানী, ক্লাব ক্যাপ্টেন ব্রিগেডিয়ার জেনারেল মো. তৌহিদ হোসেন, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল আবিদুর রেজা খান (অব.), ক্লাবের প্রধান নির্বাহী কর্মকর্তা কর্ণেল মো. শহিদুল হক (অব.), ক্লাব সেক্রেটারি কর্ণেল এস এম সাজ্জাদ হোসেন এবং কুর্মিটোলা গলফ ক্লাবের লেডি ক্যাপ্টেন প্রফেসর শাহীন মাহবুবা হক। এছাড়াও সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

টুর্নামেন্টের সমাপ্তি ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আগামী ১৮ জানুয়ারি কুর্মিটোলা গলফ ক্লাবের ব্যাংকুয়েট হলে অনুষ্ঠিত হবে।

আরবি/এইচএম

Link copied!