রাজধানী ঢাকা শহরের রাস্তায় শৃঙ্খলা ফেরাতে কাজ করছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। গত কয়েকদিন ধরে ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত রয়েছে।
এরই ধারাবাহিকতায় গত সোমবার রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৮৫৭টি মামলা ও ৩৫ লাখ ১৪ হাজার ৬২৫ টাকা জরিমানা করেছে পুলিশ। এছাড়াও অভিযানকালে ২১৪টি গাড়ি ডাম্পিং ও ৮৬টি গাড়ি রেকার করা হয়েছে।
মঙ্গলবার (৮ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ) মুহাম্মদ তালেবুর রহমান জানান, সোমবার (৭ অক্টোবর) ট্রাফিক বিভাগ কর্তৃক অভিযান পরিচালনা করে এসব মামলা ও জরিমানা করা হয়।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :