ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪

মোহাম্মদপুরে আবারো গোলাগুলি, শিশুসহ গুলিবিদ্ধ ৩

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ২৬, ২০২৪, ০৭:২০ পিএম

মোহাম্মদপুরে আবারো গোলাগুলি, শিশুসহ গুলিবিদ্ধ ৩

ফাইল ছবি

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে (বিহারি ক্যাম্পে) গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক শিশুসহ তিনজন গুলিবিদ্ধ হয়েছে। তাদেরকে সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আজ শনিবারের (২৬ অক্টোবর) সন্ধ্যায় এই গোলাগুলির ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, থেমে থেমে বেশ কিছুক্ষণ গোলাগুলি চলতে থাকে।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী ইফতেখার হাসান বলেন, গোলাগুলির খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। র‌্যাবের একটি দলও সেখানে গিয়েছে। শুনছি এখনো গোলাগুলি চলছে। তবে কতজন আহত হয়েছে সে বিষয়ে বিস্তারিত বলা যাচ্ছে না।

৫ আগস্ট সরকার পতনের পর মোহাম্মদপুর ও আদাবর থানা থেকে বেশকিছু অস্ত্র ও গুলি লুট হয়। ধারণা করা হচ্ছে, সে অস্ত্রগুলো ব্যবহার করেই বিহারি ক্যাম্পে মাদক ব্যবসার নিয়ন্ত্রণ ও চাঁদাবাজি নিয়ন্ত্রণ নিয়ে আধিপত্যের লড়াই শুরু হয়েছে বেশ কয়েকটি গ্রুপের মধ্যে।

আরবি/ এইচএম

Link copied!