ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪

সেনা-র‌্যাবের পোশাকে ডাকাতি: আরো ৩ জন গ্রেপ্তার

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ১৩, ২০২৪, ০৮:৩৪ পিএম

সেনা-র‌্যাবের পোশাকে ডাকাতি: আরো ৩ জন গ্রেপ্তার

ছবি : রূপালী বাংলাদেশ

রাজধানীর মোহাম্মদপুরে সংঘটিত চাঞ্চল্যকর ডাকাতি মামলায় সরাসরি জড়িত আরও তিন জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ।

রোববার (১৩ অক্টোবর) রাজধানীর বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে ওই তিন জনকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ডাকাতির টাকা, স্বর্ণসহ বিভিন্ন আলামতও জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- শরীফুল ইসলাম তুষার (৩৫), জাকির হোসেন (৩৭) এবং মো. মাসুদুর রহমান (৪৭)। এ সময় তাদের কাছ থেকে দুই লাখ বিশ হাজার নগদ টাকা, প্রায় চার ভরি ওজনের স্বর্নালঙ্কার ও দুটি আইফোন উদ্ধার করা হয়।

এ নিয়ে রাজধানীর মোহাম্মদপুরে সেনা ও র‍্যাবের পোশাকে ডাকাতির ঘটনায় বিভিন্ন বাহিনীর ৫ সদস্যসহ ১৪ জন গ্রেপ্তার হলো।

এরআগে শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে মোহাম্মদপুর তিন রাস্তা মোড়ের কাছে ব্যবসায়ী আবু বকরের বাড়িতে সেনাবাহিনী ও র‌্যাবের পোশাক পরে সংঘবদ্ধ ডাকাত দল ঢুকে ৭৫ লাখ টাকা ও ৭০ ভরি স্বর্ণালংকার লুট করে। পরে শনিবার রাতে ব্যবসায়ী আবু বকর এই ঘটনায় মোহাম্মদপুর থানায় একটি মামলা করেন। এরপরই অভিযান শুরু হয়।

ডিএমপির মিডিয়া বিভাগের ডিসি মুহাম্মদ তালেবুর রহমান মামলার তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, অভিযুক্তদের আইনের আওতায় আনতে অভিযান চলছে।

র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুনীম ফেরদৌস বলেন, আমরা এখন পর্যন্ত মোট ১৪ জনকে গ্রেপ্তার করেছি। এর মধ্যে তিনজন বেসরকারি ব্যক্তিবর্গ এবং পাঁচজন বিভিন্ন বাহিনী থেকে চাকরিচ্যুত।

আরবি/ এইচএম

Link copied!