বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সদর দপ্তরে ‘বাজেট মডিউল প্রি-লঞ্চিং কনসালটেশন` (Budget Module Pre-launching Consultation) শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ নভেম্বর) অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয়ের মনিটরিং সেল এ কর্মশালার আয়োজন করে।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে ছিলেন বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন বেবিচকের সদস্য অতিরিক্ত সচিব (অর্থ) এস এম লাবলুর রহমান, অর্থ বিভাগ এবং অর্থ মন্ত্রণালয় এর মনিটরিং সেল এর অতিরিক্ত সচিব হোমায়রা বেগম ও অতিরিক্ত মহাপরিচালক (যুগ্ম সচিব) মো. আমিরুল ইসলাম।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয়ের মনিটরিং সেলের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) নাসরিন সুলতানা।
কর্মশালাটি দুটি সেশনে অনুষ্ঠিত হয়। যেখানে বাংলাদেশ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা সংশ্লিষ্ট বিষয়ের উপর বিস্তারিত আলোচনা করেন।
প্রধান অতিথি বলেন, বাজেট অটোমেশনের ওপর এই কর্মশালা আমাদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি কাজে স্বচ্ছতা ও গতিশীলতা আনবে, যা সম্মিলিত অগ্রগতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসময় তিনি কর্মশালা আয়োজনের জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।
কর্মশালায় বেবিচক এবং অর্থ মন্ত্রণালয়ের বিভিন্ন স্তরের কর্মকর্তারা অংশ নেন।
আপনার মতামত লিখুন :