রাজধানীর মোহাম্মদপুরে আদাবর এলাকায় এক বাস চালকের ছুরিকাঘাতে মোহাম্মদ স্বপন (৩৫) নামের এক বাস মালিককে হত্যার অভিযোগ উঠেছে।
বুধবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।তিনি ঢাকার মোহাম্মদপুর থেকে উত্তরা রুটে চলাচল করা ভূইয়া পরিবহনের একটি বাসের মালিক।
জানা গেছে, নিহত স্বপনের বাসটির চালক সোহেল গাড়ির একটি চাকা না বলে বিক্রি করে দিয়েছে। এই বিষয় নিয়ে স্বপনের সাথে দ্বন্দ্ব হয়। তার জেরে সন্ধ্যায় শিয়া মসজিদ এলাকায় স্বপনকে ছুরিকাঘাত করে সোহেল। আহত অবস্থায় স্থানীয় লোকজন উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত স্বপন মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকায় পরিবার নিয়ে থাকতেন। তিনি ৩ মেয়ের জনক।
বিষয়টি নিশ্চিত করেছেন, আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাকারিয়া। তিনি জানান, আমরা খবর পেয়েছি। থানা থেকে পুলিশ যাচ্ছে ঘটনাস্থলে। বিস্তারিত পরে জানাতে পারবো।
আপনার মতামত লিখুন :