ঢাকা বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪

বুধবার সচিবালয়ে মহাসমাবেশের ডাক

বিশেষ প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ২৮, ২০২৪, ০৫:৪৩ পিএম

বুধবার সচিবালয়ে মহাসমাবেশের ডাক

ছবি, সংগৃহীত

এক যুগ্ম সচিবের অপসারণসহ ৯ দফা দাবিতে মহাসমাবেশের ডাক দিয়েছে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদ। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সচিবালয়ের ভেতরে ‘বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদ’-এর ব্যানারে আয়োজিত এক কর্মসূচি থেকে এই মহাসমাবেশের ঘোষণা দেন পরিষদের সভাপতি মো. বাদিউল কবীর।

‘দাবি বাস্তবায়নে গড়িমসি ও দুর্ব্যবহারের’ অভিযোগে অর্থ বিভাগের যুগ্ম সচিব নাদিরা সুলাতানার অপসারণের দাবিও জানান বদিউল কবীর।

আগামী বুধবার সকালে ওই মহাসমাবেশ করার ঘোষণা দিয়ে বাদিউল বলেন, "দাবি আদায়ে আমরা মাঠে আছি। গড়িমসি না করে আমাদের দাবি বাস্তবায়ন করার আহ্বান জানাচ্ছি।"

তিনি বলেন, "অর্থ বিভাগের সদস্য যুগ্ম সচিব নাদিরা সুলাতানা আমাদের দুজন প্রশাসনিক কর্মকর্তার সাথে দুর্ব্যবহার করেন এবং ভয়ভীতি প্রদর্শন করেন। এরূপ অসদাচরণের জন্য এবং সচিবালয়ের শান্ত পরিবেশকে অশান্ত করার ষড়যন্ত্র হিসেবে গণ্য করে বিশৃঙ্খলার দায়ে অর্থ বিভাগের যুগ্মসচিব নাদিরা সুলতানাকে অবিলম্বে অপসারণের দাবি জানাচ্ছি।"

আরবি/এস

Link copied!