দেশের সর্বনিম্ন বিরাজ করছে তাপমাত্রা ১০ ডিগ্রির ঘরে। এই অবস্থায় রাজধানীতেও বেড়েছে শীতের দাপট। বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকাল থেকেও কুয়াশায় ঘেরা পুরো রাজধানী। সকাল সাড়ে ১০টায়ও রাজধানীবাসী দেখেনি সূর্যের আলো।
চলতি জানুয়ারিতে দেশে শীতের তীব্রতা আবারও বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে এ মাসে কয়েক দফায় শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। পাশাপাশি আজ থেকে দেশের পশ্চিম ও উত্তরাঞ্চল থেকে শৈত্যপ্রবাহ শুরু হতে পারে। প্রথমে কয়েক দিন মৃদু ধরনের শৈত্যপ্রবাহ থাকলেও ১০ জানুয়ারি থেকে হানা দিতে পারে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ। এছাড়া পরবর্তীতে শৈত্যপ্রবাহের স্থায়িত্ব বাড়লে তা তীব্র হতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।
অন্যদিকে আগামী ৮-৯ জানুয়ারি বিচ্ছিন্নভাবে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া আগামী ২-৩ দিন পর কুয়াশার পরিমাণ কমে আসতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বর্তমানে রাজধানীসহ সারাদেশে কুয়াশার যে বৃহৎ চাদর দেখা যাচ্ছে তাকে আবহাওয়াবিদরা ‘অ্যাডভেকশন ফগ’ বা পরিচালন কুয়াশা বলে অবহিত করেন। এটি মূলত দীর্ঘসময় ধরে স্থায়ী হয়। যেমন গত বছরের জানুয়ারিতে প্রায় দুই সপ্তাহ এমন কুয়াশা ছিল।
তবে ‘অ্যাডভেকশন ফগ’ বা পরিচালন কুয়াশা এক জায়গায় স্থির থাকে না। যেমন রাজধানীর কোথাও কোথাও সকাল থেকে ঘন কুয়াশা দেখা গেছে, আবার কোথাও মাঝারি ধরনের কুয়াশা পড়েছে।
আপনার মতামত লিখুন :