এবার রাজধানীতে ন্যায্যমূল্যে পাওয়া যাবে মুরগি ও ডিম। আগামী ১২ জানুয়ারি থেকে ঢাকার ২০টি পয়েন্টে এ কার্যক্রম শুরু করবে পোল্ট্রি অ্যাসোসিয়েশন।
শনিবার (৪ জানুয়ারি) রাজধানীর রিপোর্টার্স ইউনিটে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় সংগঠনের নেতারা।
সংবাদ সম্মেলনে খামারীরা বলেন, আসন্ন রমজান উপলক্ষে সরকারকে সহযোগিতা করবে প্রান্তিক খামারিরা। সেই ধারাবাহিকতায় রোজায় ডিম ও মুরগির দাম সহনীয় রাখতে এই উদ্যোগ নেয়া হয়েছে।
এছাড়া পর্যায়ক্রমে এর পরিধি বাড়িয়ে রাজধানীর ১০০টি পয়েন্টে ডিম, মুরগির বিক্রি কার্যক্রম পরিচালনা করার কথাও জানায় পোল্ট্রি অ্যাসোসিয়েশন।
শুধু তাই নয়, বর্তমানে চড়া মুরগির দামের জন্য সংবাদ সম্মেলনে গুটি কয়েক কর্পোরেট কোম্পানিগুলোকে দায়ী করে অ্যাসোসিয়েশন। এসময় সিন্ডিকেট ভেঙে দিতে সরকারি হস্তক্ষেপও দাবি করেন তারা।
সেই সঙ্গে, ডিম-মুরগির বাজারে স্বস্তি আনতে পোল্ট্রি বোর্ড গঠনসহ ১০ দফা দাবিও তুলে ধরে পোল্ট্রি অ্যাসোসিয়েশন।
আপনার মতামত লিখুন :