ঢাকা মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
শিক্ষার্থীদের সংঘর্ষ

ডিএমআরসির ক্ষতি ৫০ কোটি টাকা, মামলার প্রস্তুতি

রূপালী ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২৪, ০১:১৪ পিএম

ডিএমআরসির ক্ষতি ৫০ কোটি টাকা, মামলার প্রস্তুতি

ছবি: সংগৃহীত

রাজধানীর ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজে (ডিএমআরসি) হামলার ঘটনায় মামলার প্রস্তুতি নিচ্ছে কলেজ প্রশাসন। মঙ্গলবার (২৬ নভেম্বর) কলেজটির অধ্যক্ষ ওবায়দুল্লাহ নয়ন গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন।

তিনি দাবি করেন, শহিদ সোহরাওয়ার্দী ও কবি নজরুল কলেজের শিক্ষার্থীদের হামলার ঘটনায় ডিএমআরসির ৫০ কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে।

গতকাল সোমবার (২৫ নভেম্বর) দুপুর ১২টার দিকে শহিদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল কলেজের শত শত শিক্ষার্থী যাত্রাবাড়ীর ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজে হামলা ও ভাঙচুর চালায়। এ সময় কলেজটির বিভিন্ন সামগ্রী ও সরঞ্জাম নিয়ে যায় হামলাকারীরা।

পরে দুপুরের দিকে মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থী ও স্থানীয় জনতা এবং শহিদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ছাড়াও সংঘর্ষ ঘটে। এতে রণক্ষেত্রে পরিণত হয় যাত্রাবাড়ী এলাকা। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে আসেন পুলিশ, র‌্যাবসহ সেনাবাহিনীর সদস্যরা।

এদিকে এই ঘটনায় আহত ৩৫ জনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়। সোমবার বিকেল ৪টা পর্যন্ত তারা ঢামেকের জরুরি বিভাগে নেয়া হয় তাদের। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক (ইনচার্জ) মো. ফারুক বিষয়টি নিশ্চিত করেন।

এছাড়া সংঘর্ষের ঘটনার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে যাত্রাবাড়ী-ডেমরা এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়। এছাড়াও ঘটনাস্থলে রয়েছে পুলিশ, র‌্যাব ছাড়াও সেনাবাহিনীর সদস্যরা।

আরবি/জেআই

Link copied!