ঢাকা বুধবার, ০৮ জানুয়ারি, ২০২৫

রাজধানীর সড়কে চার মাসে জরিমানা প্রায় ৫০ কোটি

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২৫, ০১:১৬ পিএম

রাজধানীর সড়কে চার মাসে জরিমানা প্রায় ৫০ কোটি

ছবি: সংগৃহীত

ঢাকার সড়কে আইন ভঙ্গের জন্য চার মাসে প্রায় ৫০ কোটি টাকা জরিমানা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ।

সোমবার (৬ জানুয়ারি) রাতে প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়নবিষয়ক বিশেষ সহকারী লে. জেনারেল (অব.) আব্দুল হাফিজের সভাপতিত্বে ঢাকার যানজট এবং ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়নসংক্রান্ত বৈঠকে এ তথ্য জানানো হয়।

বৈঠকে জানানো হয়, রাজধানীর যানজট কমানো এবং ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়নের জন্য অন্তর্বর্তী সরকার কাজ করছে, যা মাঠ পর্যায়ে বাস্তবায়ন করছে ট্রাফিক পুলিশ। এরই অংশ হিসেবে গত ১ সেপ্টেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত সড়ক আইন ভঙ্গের কারণে ১ লাখ ৩৯ হাজার মামলা দায়ের হয়েছে এবং ৪৯ কোটি ৯৮ লাখ ৫৪ হাজার ৩৬৫ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

এছাড়া ৪৫ হাজার ৪৫৭টি ব্যাটারি চালিত রিকশা এবং ৫ হাজার ৯৭৯টি পায়েচালিত রিকশার বিরুদ্ধে অভিযান পরিচালিত হয়েছে।

বৈঠকে ঢাকার ট্র্যাফিক ব্যবস্থা উন্নয়ন করতে সকল অবৈধ যানবাহনের বিরুদ্ধে ঢাকা মেট্রোপলিটন পুলিশের চলমান অভিযান আরো শক্তিশালী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) জানিয়েছেন, মাঠ পর্যায়ে কার্যক্রম আরও কার্যকর করতে ইতোমধ্যে ৪ হাজার ২০০ পুলিশ সদস্য এবং ৬০০ ছাত্র প্রতিনিধিকে নিয়োগ করা হয়েছে।

আরবি/এফআই

Link copied!