বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫

বনানী কড়াইল বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

রূপালী ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ১৮, ২০২৪, ০৫:০৯ পিএম

বনানী কড়াইল বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

ছবি: সংগৃহীত

রাজধানীর বনানী কড়াইল বস্তির বউবাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস থেকে ৭ ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

বুধবার (১৮ ডিসেম্বর) ফায়ার সার্ভিস সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে জানান, বিকেলে সংবাদে পরিপ্রেক্ষিতে বনানী কড়াইল বস্তি বউবাজার এলাকায় একটি অগ্নিকাণ্ডের সংবাদ পাওয়া যায়। সেখানে ৭ ইউনিট পাঠানো হয়েছে। বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে।

বনানীর কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনায় ৩টি স্টেশন থেকে ৭টি ইউনিট ঘটনাস্থলে রওনা করলেও রাস্তায় জ্যাম থাকায় ইউনিটগুলো পৌঁছাতে বেগ পেতে হচ্ছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন।

জানা গেছে, আজ বিকেল সাড়ে ৪টার দিকে বনানীর লেক সংলগ্ন বস্তিতে আগুন লাগায় মুহূর্তেই তা আশপাশে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে।  

আরবি/জেআই

Link copied!