সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের লাইসেন্স করা পিস্তল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। আজ বুধবার (৬ নভেম্বর) দুপুরে রাজধানীর মনিপুরী এলাকা থেকে পিস্তলটি উদ্ধার করা হয়।
ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের লাইসেন্স করা পিস্তলটি পরিত্যক্ত অবস্থায় মনিপুরী এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। সেটি তেজগাঁও থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
তেজগাঁও থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তেজগাঁও থানাধীন মনিপুরীপাড়ার ১৩২ ও ১৩৯ নং বাড়ির মধ্যবর্তী রাস্তায় পরিত্যক্ত অবস্থায় একটি শপিং ব্যাগ পাওয়া যায়। শপিং ব্যাগ তল্লাশি করে ১টি প্লাস্টিকের অস্ত্রের বাক্স, ১টি ৩২ বোর ৭.৬২ মি.মি. পিস্তল, ২টি পিস্তলের ম্যাগাজিন, ২৫ রাউন্ড পিস্তলের গুলি, ৫টি ক্লিনিং কিট ও ১টি পিস্তলের লাইসেন্স জব্দ করা হয়।
৫ আগস্ট সরকার পতনের পর থেকে আত্মগোপনে রয়েছেন সাবেক এই স্বরাষ্ট্রমন্ত্রী। এরপর তার তেজগাঁও নাখালপাড়ায় বাসায় লুটপাট চালানো হয়। কিছুদিন আগে সাবেক এই মন্ত্রীকে ভারতে দেখা যায়।
কিন্তু কামালের ছেলে জ্যোতিকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বর্তমানে তিনি কারাগারে আছেন। সরকার পতনের পর লাইসেন্স করা অস্ত্র থানায় জমা দেওয়ার কথা বলা হলেও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী তা দেননি।
আপনার মতামত লিখুন :