ঢাকা শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫

গ্রেপ্তারের পর পালালেন সাবেক ওসি শাহ আলম

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ৯, ২০২৫, ১০:১৯ পিএম

গ্রেপ্তারের পর পালালেন সাবেক ওসি শাহ আলম

ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় একটি মামলায় রাজধানীর উত্তরা পূর্ব থানা থেকে পালিয়ে যান গ্রেপ্তার হওয়া সাবেক ওসি শাহ আলম। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরে তাকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছিল। এর মধ্যেই তিনি কৌশলে পালিয়ে যান তিনি।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাতে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে ডিএমপির উত্তরা বিভাগের এডিসি আহম্মদ আলী বলেন, বেলা সাড়ে ১১টার দিকে বাথরুমে যাওয়ার কথা বলে পালিয়ে যান তিনি।

জানা গেছে, পালিয়ে যাওয়া ওসি শাহ আলম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন শেষ সময়ে উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। সর্বশেষ তিনি ইন সার্ভিস ট্রেনিং সেন্টারে পরিদর্শক কুষ্টিয়ায় কর্মরত ছিলেন। ২ সেপ্টেম্বর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া একটি হত্যার মামলায় আসামি করা হয় তাকে।
 

আরবি/জেআই

Link copied!