ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪

শুরু হতে যাচ্ছে এফপিএল সিজন ৪ ক্রিকেট টুর্নামেন্ট

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ২২, ২০২৪, ০৪:২১ পিএম

শুরু হতে যাচ্ছে এফপিএল সিজন ৪ ক্রিকেট টুর্নামেন্ট

ছবি: রূপালী বাংলাদেশ

৯৫-৯৭ এফপিএল (ফ্রেন্ডস প্রিমিয়ার লীগ) সিজন-১ ছিল নরসিংদীতে, সিজন-২ আয়োজনটি ছিল ঢাকায়, সিজন-৩ ছিল চট্টগ্রামে, আর এবার সিজন-৪ আয়োজনটি ১০ জানুয়ারি থেকে ১১ জানুয়ারি ২০২৫ অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকার প্রাণকেন্দ্র মোহাম্মদপুরের গভর্মেন্ট ফিজিক্যাল কলেজ মাঠ- এ।

অংশগ্রহণ করা দলগুলো হল, বয়েস অব টিম শরিয়তপুর, চট্টগ্রাম নওজোয়ান, কক্সস রকার্স, কুমিল্লা এক্সট্রিমস, ঢাকা ইউনাইটেড, গাজীপুর গ্যাংস্টারস, যশোরিয়ান ৯৫-৯৭, মুন্সিগঞ্জ ওয়ারিয়র্স, নোয়াখালী কিংস, রাজশাহী চ্যালেঞ্জার্স, সিলেট ডিনামাইটস এবং ইউনাইটেড নারায়ণগঞ্জ।

সম্প্রতি রাজধানীর রূপায়ণ টাওয়ারের ম্যানেজমেন্ট এফবিএস ক্লাবে অনুষ্ঠিত হয়ে গেল ফ্রেন্ডস প্রিমিয়ার লীগের (এফপিএল) গ্রুপ ড্র  পর্ব।

উল্লেখ্য, এবার সিজন-৪ আয়োজনটি গত সিজনগুলোর তুলনায় আরও বেশি জাঁকজমক ও জমকালো হবে বলে আশা আয়োজক কমিটির।
 

রূপালী বাংলাদেশ

Link copied!