ঢাকা বুধবার, ০৬ নভেম্বর, ২০২৪

ধামরাইয়ে শ্রমিকবাহী বাস উল্টে হেলপার নিহত, আহত ৫০ শ্রমিক

ধামরাই (ঢাকা) প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ৬, ২০২৪, ০১:১৩ পিএম

ধামরাইয়ে শ্রমিকবাহী বাস উল্টে হেলপার নিহত, আহত ৫০ শ্রমিক

ছবি: রূপালী বাংলাদেশ

ঢাকার ধামরাইয়ে একটি শ্রমিকবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে উল্টে যায়। এতে বাসের নিচে চাপা পরে ঘটনাস্থলেই বাসের হেলপার নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে বাসে থাকা আরও ৫০ জন শ্রমিক।  

মঙ্গলবার (৫ নভেম্বর) রাত পৌঁনে ১১টার দিকে পলাশ পরিবহন নামের একটি বাসে করে ধামরাইয়ের ডাউটিয়া এলাকার প্রতীক সিরামিকস কারখানার শ্রমিকরা কাজ শেষে বাসায় ফিরছিলেন। বাসটি ঢাকা-আরিচা মহাসড়কের জয়পুরা এলাকায় পৌছালে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এ ঘটনা ঘটে।

নিহত বাস হেলপারের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। তবে ধামরাই ফায়ার সার্ভিস নিশ্চিত করেছেন নিহত যুবক পলাশ পরিবহনের বাসের হেলপার ছিলেন।

ধামরাই ফায়ার সার্ভিস জানায়, মঙ্গলবার (৫ নভেম্বর) রাত পৌঁনে ১১টার দিকে ধামরাইয়ের ডাউটিয়া থেকে প্রতীক সিরামিকসের ৫০ জনের বেশি শ্রমিক তোলা হয় বাসটিতে। ধামরাইয়ের ডাউটিয়া থেকে নবীনগরের দিকে সেটি এগিয়ে জয়পুরা এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় হেলপার বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এতে কম বেশি আহত হন বাসে থাকা প্রতীক সিরামিকসের ৫০ জন শ্রমিক। খবর পেয়ে ধামরাই ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে হেলপারকে মৃত উদ্ধার করে ধামরাই থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।

ধামরাই ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সোহেল রানা জানান, খবর পেয়ে দ্রুত ঘটনা স্থলে উপস্থিত হয়ে নিহতের মরদেহ উদ্ধার করি এবং আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করি। পরে ধামরাই থানা পুলিশের কাছে নিহতের লাশ হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনাকবলিত বাসটিও উদ্ধার করা হয়েছে।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, নিহতের মরদেহ থানায় আনা হয়েছে। তার পরিচয় এখনও পাওয়া যায়নি, শনাক্তের চেষ্টা চলছে। এঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

আরবি/এফআই

Link copied!