রাজধানীর দক্ষিণখান ও উত্তরখানের সড়ক অতি দ্রুত সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। শুক্রবার (১১ অক্টোবর) সকাল ১০টার দিকে স্থানীয় কয়েক হাজার মানুষের উপস্থিতিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা, চলমান সড়ক সংস্কারে ভোগান্তি দূর করে অতি দ্রুত সংস্কার শেষ করে মানুষের চলাচলের উপযোগী করে দেয়াসহ অন্যথায় বিকল্প সড়কগুলি চলাচলের উপযোগী করে তোলার দাবি জানান।
জানা গেছে, দীর্ঘ এক বছরেরও বেশি সময় ধরে সড়কের ড্রেনেজ ব্যবস্থা উন্নীত করার কাজের জন্য সড়ক কেটে ড্রেন বসানোর পরও ফেলে রাখা হয়েছে। যে কারণে বিপাকে পড়েছে সাধারন মানুষ। সেই সঙ্গে বিকল্প সড়ক গুলোরও বেহাল দশা। যার কারণে স্কুল-কলেজ ও অফিসগামীদের দুর্ভোগের কোন শেষ নেই। এছাড়া সামান্য বৃষ্টি হলেই চরম ভোগান্তিতে পড়তে হয় যাতায়াতকারীদের।
স্থানীয়রা জানান, অসুস্থ্য রোগীদের চিকিৎসা জন্য হাসপাতালে নেয়ার জন্যও বিকল্প কোন ব্যবস্থা নেই। যার কারণে সঠিক সময়ে হাসপাতালে না পৌঁছাতে পারার কারণে অনেকে মারা গেছেন বলেও অভিযোগ করেন তারা।
মানববন্ধনে স্থানীয় বাসিন্দা নাহিদ জানান, ‘এই এলাকার সড়ক দিয়ে কোন প্রকার যানবাহন চলাচল করতে পারে না। আমার বাবা অসুস্থ্য হলে চিকিৎসার জন্য উত্তরায় নেয়ার সময় রাস্তায় তার মৃত্যু হয়।’
ইয়াসিন নামের আরেকজন বলেন, আমাদের দক্ষিণখান ও উত্তরখানের সড়কের দিকে কেউ গুরুত্ব দিচ্ছেনা। পদ্মা সেতুর মত এত বড় একটা ব্রীজ হয়ে গেল অল্প সময়ের মধ্যে। অথচ দক্ষিণখানের সড়কগুলো দীর্ঘদিন ধরে এভাবে ফেলে রাখা হয়েছে। একজন প্রসূতিকে হাসপাতালে নেয়ার সময় রাস্তায় তার গর্ভপাতের ঘটনা ঘটেছে বলেও তিনি উল্লেখ করেন।
এ সময় বক্তারা অতি দ্রুত সড়ক সংস্কার কার্যক্রম শেষ না হলে বৃহত্তর কর্মসূচির কথা জানান।
আপনার মতামত লিখুন :