ঢাকা শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫

উত্তরায় গাজীপুর মহানগর আ.লীগ নেতা মামুন মন্ডল গ্রেপ্তার

উত্তরা প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২৫, ১০:১৯ পিএম

উত্তরায় গাজীপুর মহানগর আ.লীগ নেতা মামুন মন্ডল গ্রেপ্তার

ছবি: রূপালী বাংলাদেশ

রাজধানীর উত্তরার রুপায়ন সিটি থেকে হত্যা মামলায় গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল মামুন মণ্ডলকে গ্রেপ্তার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ।

শুক্রবার ১৭ জানুয়ারি বিকাল ৩টার দিকে উত্তরা খালপাড় এলাকার রূপায়ণ সিটি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাফিজুর রহমান।

তিনি বলেন, আওয়ামী লীগ নেতা মামুন মণ্ডলকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি একাধিক হত্যা মামলার আসামি। তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান।

মামুন মণ্ডল গাজীপুর মহানগরের ৩৫ নম্বর ওয়ার্ডের পরপর দুইবারের নির্বাচিত স্বর্ণপদকপ্রাপ্ত কাউন্সিলর ও গাছা থানা প্রেস ক্লাবের সাবেক সভাপতি।

আরবি/জেডআর

Link copied!