বুধবার রাজধানীর বাড্ডা এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সুশীল সমাজ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে বাড্ডা থানার মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিষয়ে সমাজের সবাইকে এগিয়ে আসতে অনুরোধ করেন নতুন ওসি সাইফুর ইসলাম।
বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে সরকার পতনের পরে যখন ভেঙে পড়ে পুলিশের আইনের শাসন ব্যবস্থা। দেশের অন্যান্য স্থানের মত রাজধানীর বাড্ডাতেও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়। ফলে অনিরাপদ হয়ে পড়ে এলাকার বাসিন্দাদের জনজীবন।ওসির কাছে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা তাদের সুবিধা-অসুবিধাসহ সামগ্রিক বিষয় তুলেন।
গত ২২ আগস্ট ওসি হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে তা তুলে ধরেন সাইফুর ইসলাম। তিনি বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি এখন পুরোপুরি স্বাভাবিক নয়। এ বিষয়ে সর্বস্তরের জনসাধারণের সহযোগিতা প্রয়োজন।
সাইফুল ইসলাম (ওসি) আরও বলেন যে, আন্দোলনের পর থেকে পুলিশ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে। তারই ধারাবাহিকতায় আমাদের উপ-পুলিশ কমিশনার (গুলশান বিভাগ) তারেক মাহমুদের সঠিক দিক-নির্দেশনায় আমরা কাজ করে যাচ্ছি। আপনারা সবাই এগিয়ে এলে পুলিশ আইন-শৃঙ্খলা পরিস্থিতিকে নিয়ন্ত্রণে রাখতে পারবে।
স্থানীয় বাসিন্দারা আইন শৃঙ্খলা রক্ষায় বাড্ডা থানা পুলিশের কার্যক্রমের প্রশংসা করেন। কারণ ওসি সাইফুর ইসলাম কাজে যোগদানের পর থানা পুলিশের অক্লান্ত পরিশ্রমে ধীরে ধীরে অনেকটাই স্বাভাবিক হতে শুরু করে বাড্ডার আইন শৃঙ্খলা পরিস্থিতি।
আপনার মতামত লিখুন :