তরুণদের আন্তর্জাতিক সংগঠন জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) বাংলাদেশের ২০২৫ ন্যাশনাল জেনারেল লিগাল কাউন্সেল নির্বাচিত হলেন ব্যারিস্টার শেখ মতিউর রহমান। তিনি জেসিআই যশোর এর প্রতিষ্ঠাতা সভাপতি।
সম্প্রতি রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আন্তর্জাতিক এই স্বেচ্ছাসেবী সংগঠনের সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সাধারণ সভা শেষে ভোটগ্রহণের মাধ্যমে সভাপতি এবং অন্যান্য কার্যনির্বাহী সদস্যদের নির্বাচন করা হয়। নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন জেসিআই বাংলাদেশের সাবেক সভাপতি মো. জিয়াউল হক ভূঁইয়া, সাবেক সভাপতি মো. শাখাওয়াত হোসেন মামুন এবং প্রথিষ্ঠাতা সাবেক সভাপতি মসুদ মান্নান।
জেনারেল লিগাল কাউন্সেল পদে নির্বাচিত হওয়ার বিষয়ে ব্যারিস্টার মতিউর বলেন, জেসিআই বাংলাদেশের সম্মানিত ভোটারদের সুচিন্তিত রায়ের জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি। জেসিআই বাংলাদেশে তরুণদের সর্ববৃহৎ অরাজনৈতিক সংগঠন। আমার লক্ষ্য থাকবে, সংগঠনের আইনি বিষয়ে সার্বিক দেখভাল করা ও সংগঠনের আইন ও বিচারব্যবস্থা সমুন্নত রাখা।
জাতীয় পর্যায়ে তরুণ উদ্যোক্তাদের জন্য সুযোগ সৃষ্টি করা এবং বর্হিবিশ্বের সাথে দেশের তরুণদের কর্মসংস্থান এবং ব্যবসার সুযোগ সৃষ্টি করা। এর পাশাপাশি জেসিআই বাংলাদেশ মানসিক স্বাস্থ্য, দারিদ্র্য বিমোচন, বৃক্ষ রোপণ, পরিবেশ রক্ষা, নারীর ক্ষমতায়নসহ নানাবিধ সামাজিক ও সেবামূলক প্রকল্পেও তার অবদান অব্যাহত রাখবে বলে আরো জানান ব্যারিস্টার শেখ মতিউর রহমান।
উল্লেখ্য, জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল-জেসিআই ১৮ থেকে ৪০ বছর বয়সীদের একটি সংগঠন। এর সদর দপ্তর যুক্তরাষ্ট্রের মিসৌরির সেন্ট লুইসে অবস্থিত। জেসিআইর ১২০টির বেশি দেশে কার্যক্রম রয়েছে এবং সারা বিশ্বে সদস্য সংখ্যা ২ লাখের বেশি। বাংলাদেশে বর্তমানে জেসিআই এর ৪২টি স্থানীয় সংগঠন কাজ করছে। তরুণদের দক্ষতা, জ্ঞান ও বুদ্ধির বিকাশের মাধ্যমে ব্যক্তিগত উন্নয়ন নিয়ে কাজ করে এ সংগঠন।
আপনার মতামত লিখুন :