রাজধানীর কমলাপুর রেলস্টেশনে অদ্ভুত ঘটনার স্বীকার হয়েছেন স্টেশনের অবস্থানরত যাত্রীরা। অনুসন্ধান কাউন্টারের উপরের স্ক্রিনে হঠাৎ নীল ছবির ভিডিও চালু হয়ে যায়। এতেই তোলপাড় শুরু হয় পুরো স্টেশসজুড়ে।
শুক্রবার (২৯ ডিসেম্বর) রাত আড়াইটার দিকে এ বিব্রতকর ঘটনা ঘটে। এ ঘটনায় উপস্থিত যাত্রী এবং আশপাশের ঘুমন্ত মানুষদের মধ্যে চাঞ্চল্যকর এক পরিস্থিতি সৃষ্টি হয়। তোলপাড় শুরু হলে পরে তদন্ত কমিটি গঠন করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, এসময় উপস্থিত লোকজন মনিটরটি বন্ধ করার চেষ্টা করেও ব্যর্থ হন। এক পর্যায়ে ক্ষুব্ধ যাত্রীরা ইট ছুঁড়ে মনিটরটি ভেঙে ফেলেন।
স্মার্টফোন বা অন্য কোনো ডিভাইস ব্যবহার করে মনিটর নিয়ন্ত্রণ নিয়ে ওই ভিডিওটি চালানো হয়েছিল বলে প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে।
জানা যায়, এ ঘটনার পর পরই রেল পুলিশের ঢাকা বিভাগ ঘটনাস্থলে পৌঁছায় এবং বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে। ঘটনার সঙ্গে কারা জড়িত এবং কীভাবে এটি ঘটল, তা খতিয়ে দেখতে রেল পুলিশ ইতোমধ্যে মাঠে নেমেছে। এ বিষয়ে স্টেশনের প্রযুক্তিগত সুরক্ষাব্যবস্থাও পুনর্মূল্যায়ন করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
আপনার মতামত লিখুন :