ঢাকা বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫

মিরপুর রিয়েল এস্টেট ফোরামের সভাপতি শহিদুল ও সম্পাদক শামীম

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০২৫, ১১:৫৪ এএম

মিরপুর রিয়েল এস্টেট ফোরামের সভাপতি শহিদুল ও সম্পাদক শামীম

ছবি: সংগৃহীত

অঞ্চল ভিত্তিক আবাসন ব্যবসায়ীদের সংগঠন মিরপুর রিয়েল এস্টেট ফোরামের কার্যনির্বাহী পরিষদ নির্বাচন (২০২৫-২০২৭) অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় রাওয়া ক্লাবে আয়োজিত বার্ষিক সাধারণ সভায় এই নির্বাচন অনুষ্ঠিত হয়।

সভায় সমিতির সদস্যদের উপস্থিতিতে প্রধান নির্বাচন কমিশনার রিহ্যাবের পরিচালক সেলিম রাজা পিন্টু ১৫ সদস্যের কার্যকরী পরিষদে একাধিক প্রার্থী না থাকায় নিম্নলিখিত ১৫ জন প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন।

নির্বাচিতরা হলেন-

১. মো: শহিদুল ইসলাম, সভাপতি  
২. মো: মশিউর রহমান, সিনিয়র সহসভাপতি  
৩. সৈয়দ শামীম আজিজ, সহ-সভাপতি-১  
৪. মো: মিজানুর রহমান মামুন, সহ-সভাপতি-২  
৫. এ কে এম কামরল আহসান, সহ-সভাপতি-৩  
৬. ইঞ্জিনিয়ার মোস্তফা কামাল, সহ-সভাপতি-৪  
৭. মুহাম্মদ শামীম, সদস্য সচিব  
৮. মো: মোশাররফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক  
৯. মো: এমদাদুল হোসেন সোহেল, পরিচালক (ফিন্যান্স)  
১০. সৈয়দ মোশারফ হোসেন, পরিচালক  
১১. জয়নাল আবেদীন, পরিচালক  
১২. মো: জাকির হোসেন, পরিচালক  
১৩. মো: সুরুজ সরদার, পরিচালক  
১৪. লে: কর্ণেল হালিমুর রহমান (অবঃ), পরিচালক  
১৫. মো: আলী করিম, পরিচালক  

এই কমিটির সকল সদস্যই আবাসন ব্যবসায়ী।

আরবি/এফআই

Link copied!