রাজধানীর ধানমন্ডিতে বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) ইনোভেশন সেন্টারে গতকাল ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত হলো রাজধানীর এলিফ্যান্ট রোড কম্পিউটার ব্যবসায়ী কল্যাণ সমিতির (ইসিএস) ২০২৫-২০২৬ মেয়াদের কার্যনির্বাহী পরিষদ নির্বাচন।
৯১৩ জন ভোটারের অংশগ্রহণে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ কার্যক্রম পরিচালিত হয়।
২০২৫-২৬ মেয়াদকালের কার্যনির্বাহী পরিষদের সভাপতি হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ল্যান্ড মার্ক কমপিউটার্সের স্বত্ত্বাধিকারী ওয়াহিদুল হাসান দিপু। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জ্যাজি ইন্টারন্যাশনালের ইকবাল হোসেইন।
সভাপতি এবং সাধারণ সম্পাদকের পাশাপাশি নির্বাচনে সহসভাপতি ওয়েলকিন কমপিউটার্সের মো. নজরুল ইসলাম হাজারী, যুগ্ম সাধারণ সম্পাদক কমপিউটার ওয়ার্ল্ড কমিউনিকেশন-২ এর মো. আমিনুল ইসলাম ইমন, কোষাধ্যক্ষ কমপিউটার ওয়ার্ল্ড কমিউনিকেশনের নাসির আহমেদ, আইটি সম্পাদক প্রেসিডেন্ট আইটি অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের তানজিল হোসেইন, প্রচার, প্রকাশনা ও জনসংযোগ সম্পাদক বাংলা কমপিউটারের মো. আব্দুল কাদির, সাংস্কৃতিক ও সমাজসেবা সম্পাদক আল্ট্রা টেকনোলজি বিডির মো, সোহেল ব্যাপাারি এবং ৩ জন নির্বাহী সদস্য মাস্টার কমপিউটারের কবির হোসেইন, এ কে কমপিউটারের মো. আরশাদ খান, সফটকম ইন্টারন্যাশনালের মো. এনামুল কবির নির্বাচিত হয়েছেন।
আপনার মতামত লিখুন :