ঢাকা মঙ্গলবার, ০১ অক্টোবর, ২০২৪

ঢাকাকে নীরব এলাকা করতে কর্মসূচি নেয়া হবে: পরিবেশ উপদেষ্টা

রূপালী ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ১, ২০২৪, ১২:৫৮ পিএম

ঢাকাকে নীরব এলাকা করতে কর্মসূচি নেয়া হবে: পরিবেশ উপদেষ্টা

ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, আগামী ডিসেম্বর-জানুয়ারিতে পুরো ঢাকা শহরকে নীরব এলাকা করতে কর্মসূচি নেয়া হবে।

মঙ্গলবার (১ অক্টোবর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ‘নীরব এলাকার’ আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এসময় পরিবেশ উপদেষ্টা আরও বলেন, ‘সড়কে শৃঙ্খলা ফেরাতে সবাইকে নিজের গাড়ির গতি কমিয়ে চলাচল করতে হবে। দীর্ঘদিনের অভ্যাস পরিবর্তন করতে সময় লাগবে। সচেতনতা ও আইনের প্রয়োগ করে এটি বাস্তবায়ন করা হবে। আগামী সাত দিন এই সচেতনতার কাজ করা হবে।’

তিনি বলেন, ‘প্রবাসীসহ বিদেশিদের ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরির লক্ষ্যেই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর চত্বরসহ সামনের সড়কের তিন কিলোমিটার নীরব এলাকা ঘোষণা করা হয়েছে। পরবর্তীতে পর্যায়ক্রমে দেশব্যাপী করা হবে। হর্ন বাজানো নিয়ন্ত্রণ বিধিতেও পরিবর্তন আনা হবে।

আরবি/জেআই

Link copied!