ঢাকা: ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) চিকিৎসকদের ওপর হামলার ঘটনার সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের ওপর চড়াও হয়েছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) নেতাকর্মীরা। এ সময় তথ্য ও ছবি সংগ্রহে বাধা দেওয়ার পাশাপাশি সাংবাদিকদের ধারণকৃত নানা ধরনের তথ্য মুছে ফেলারও অভিযোগ পাওয়া গেছে।
এদিকে, বিষয়টি নিয়ে দুঃখ প্রকাশ করেছে ড্যাবের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক ডা. হারুন অর রশীদ। মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুরে অধিদপ্তরের সামনে তাদের অবস্থান কর্মসূচির তথ্য ও ছবি সংগ্রহের সময় ড্যাবের চিকিৎসকদের বাধার মুখে পড়েন সংবাদকর্মীরা।
জানা যায়, ড্যাব ঘোষিত অবস্থান কর্মসূচির তথ্য ও ছবি সংগ্রহ করতে সকালে স্বাস্থ্য অধিদপ্তরে যান মেডিভয়েসের নিজস্ব প্রতিবেদক নূর এ আলম নুহাশ ও ক্যামেরাপারসন আবু সাহিদ। এ সময় কয়েকজন চিকিৎসক তাদের সংবাদ সংগ্রহে বাধা প্রদান করেন। এক পর্যায়ে তাদের ওপর চড়াও হয় ড্যাব সদস্যরা। চিকিৎসকদের সঙ্গে বহিরাগতরাও এতে অংশ নেয়।
হেনস্তার শিকার সাংবাদিকরা জানান, এনডিএফ ও ড্যাবের কর্মসূচির ভিডিও নিতে গেলে জোর করে ক্যামেরায় হাত দেওয়ার পাশাপাশি ধারণ করা বেশ কিছু ভিডিও ডিলিট করে দেন ড্যাবের নেতাকর্মীরা।
এদিকে সাংবাদিকদের ওপর হেনস্তার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন ড্যাবের কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক ডা. হারুন অর রশীদ। তিনি বলেন, মাত্রই কথাটা শুনলাম। খুবই অদ্ভুত লাগছে। কানকে বিশ্বাস করাতে পারছি না। এটা কে করেছে? আমি এটা দেখছি। অত্যন্ত গুরুত্বের সঙ্গে এটি দেখবো আমি।
অধ্যাপক হারুন অর রশীদ বলেন, আজকে দুই পক্ষ এখানে প্রোগ্রাম করবে। এটা আমরা আলোচনার ভিত্তিতেই ঠিক করে দিয়েছি। ড্যাব সকালে ও এনডিএফ দুপুর ১২টার পরে কর্মসূচি পালন করবে, যাতে অনাকাঙ্ক্ষিত ঘটনা সৃষ্টি করে কেউ সুযোগ নিতে না পারে। এর মধ্যে সাংবাদিকদের সঙ্গে অযাচিত আচরণের খবরটি দুঃখজনক।
আপনার মতামত লিখুন :