ঢাকা মঙ্গলবার, ০৩ ডিসেম্বর, ২০২৪

সেনাবাহীনির ধাওয়ায় পালালেন রিকশাচালকরা, যানচলাচল শুরু

নিউজ ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ২১, ২০২৪, ০২:৫০ পিএম

সেনাবাহীনির ধাওয়ায় পালালেন রিকশাচালকরা, যানচলাচল শুরু

ছবি: সংগৃহীত

রাজধানীর বিভিন্ন সড়ক থেকে রিকশাচালকদের সরিয়ে দিয়েছেন সেনাবাহিনীর সদস্যরা। ফলে সড়কে যানচলাচল শুরু হয়েছে। দুপুর ১টার দিকে সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌঁছালে রিকশাচালকরা সড়ক ছেড়ে পালিয়ে যায়। এ সময় স্থানীয় মানুষ ও পথচারীরাও রিকশাচালকদের ধাওয়া করে। এতে সড়ক থেকে সরে যান রিকশাচালকরা।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) দেখা যায়, রাজধানীর রামপুরা, মহাখালী, মিরপুরসহ বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে বিক্ষোভ করা ব্যাটারিচালিত রিকশাচালকদের সরিয়ে দিয়েছেন সেনাবাহিনীর সদস্যরা।  ফলে সড়কের দুইপাশ দিয়েই যানচলাচল শুরু হয়েছে।

এ সময় স্থানীয় মানুষ, দোকানি, পথচারীরা, সিএনজি, বাসচালক ও হেলপাররাও সেনাবাহিনীর সদস্যাদের সঙ্গে রিকশাচালকদের ধাওয়া দেন। এতে সড়ক থেকে পালিয়ে বিভিন্ন অলি-গলিতে ঢুকে পড়েন আন্দোলনরত রিকশাচালকরা।

স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের অভিযোগ, আওয়ামী লীগপন্থী কিছু রিকশা গ্যারেজের মালিক অসহায় চালকদের রাস্তায় নামিয়ে ফায়দা হাসিলের অপচেষ্টা করছেন। সড়কে শৃঙ্খলা ফেরাতে ঢাকা মহানগরের মধ্যে ব্যাটারিচালিত রিকশা বন্ধ রাখার সিদ্ধান্ত সঠিক বলেও মনে করেন তারা।

উল্লেখ্য, এর আগে, বুধবারও (২০ নভেম্বর) রাজধানীর বিভিন্ন সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন রিকশাচালকরা।

আরবি/জেআই

Link copied!