ঢাকা বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি, ২০২৫

রাজধানীতে দেখা নেই সূর্যের, ঝেঁকে বসছে শীত

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ৮, ২০২৫, ০১:৩১ পিএম

রাজধানীতে দেখা নেই সূর্যের, ঝেঁকে বসছে শীত

ছবি: সংগৃহীত

রাজধানীতে আবারও ঘন কুয়াশাসহ শীতের অনুভূতিও বেড়েছে। এই অবস্থায় দিনভর সূর্যের দেখা না পাওয়ার সম্ভাবনা বেশি বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বুধবার (৮ জানুয়ারি) সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে, ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আর এই সময়ে রাজধানী ঢাকায় সর্বনিম্ন ১৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানিয়েছেন, এদিন রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকায় ঘন কুয়াশার কারণে সূর্যের দেখা না পাওয়ার সম্ভাবনা বেশি। এতে দিনের বেলায়ও শীতের অনুভূতি থাকবে। সেই সঙ্গে আগের দিনের তুলনায় রাতেও শীতের অনুভূতি কিছুটা বেশি হতে পারে। তবে দুপুরের পর সূর্য উঁকি দিলেও তা শীতের দাপট কমাতে পারবে না বলেও জানিয়েছেন তিনি।

তিনি জানান, কুয়াশার ঘনত্ব অনেকটা বেড়ে যাওয়ায় দিনের বেলায়ও শীতের অনুভূতি বেড়েছে। তবে দিনে তীব্র শীতের অনুভূতি আগামী ২-৩ দিনের মধ্যে কমে আসবে। যদিও জানুয়ারিজুড়েই শীত থাকবে।

আরবি/জেআই

Link copied!