অস্ত্র, মাদক, চোরাইমাল উদ্ধার ও ছিনতাইকারীদের গ্রেপ্তারে রাজধানীর উত্তরার আব্দুল্লাহপুর, কামাড়পাড়া ও তুরাগের ধউর চেকপোস্টে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চেকপোস্টের কার্যক্রম দুই শিফটে ২৪ ঘন্টা অব্যাহত থাকবে।
সোমবার (৪ নভেম্বর) বিকেল ৪টায় উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) রওনক জাহান চেকপোস্টের কার্যক্রম পরিদর্শন করতে এসে এ কথা বলেন।
তিনি বলেন, ডিএমপির আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার পাশাপাশি অবৈধ অস্ত্র, মাদক, চোরাইমাল উদ্ধার ও ছিনতাইকারী গ্রেপ্তারের জন্যই অভিযান চলছে। এ কারণে উত্তরাসহ ডিএমপির সাতটি বিভাগে দীর্ঘ মেয়াদী চেকপোস্ট কার্যক্রম শুরু হয়েছে।
ডিসি রওনক জাহান বলেন, আব্দুল্লাহপুর এলাকায় ছিনতাইকারীর দৌরাত্ম্য বেড়েছে। তাদেরকে প্রতিহত করা ও পুলিশি কার্যক্রম দৃশ্যমানের মাধ্যমে আরো উন্নত করার লক্ষ্যে আমরা এই কার্যক্রম শুরু করেছি। অস্ত্র, মাদক ও ছিনতাইকারীদের ঢাকায় প্রবেশ ঠেকানোর লক্ষ্যেই চেকপোস্টের কার্যক্রম ফের শুরু হয়েছে।
কিশোর গ্যাংয়ের বিষয়ে জানতে চাইলে ডিসি বলেন, উত্তরার কিশোর গ্যাংগুলো মিরপুর ও তেজগাঁও এলাকার মতো পাচ্ছি না। আমরা একটি আদালা ফরমেটে তাদেরকে পাচ্ছি। গাজীপুরের টঙ্গী ও পার্শ্ববর্তী এলাকার বস্তিতেই তাদের আখড়া। সন্ধ্যার পর তারা উত্তরা এলাকাতে প্রবেশ করে।
ছিনতাইয়ের বিষয়ে তিনি বলেন, গত এক মাসে শুধুমাত্র বিমানবন্দর থানা পুলিশই ৭৮ জন কিশোর অপরাধী বা ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে। এসব ছিনতাইকারীদের কারোরই স্থায়ী কোন ঠিকানা নেই। বেশির ভাগই ছিন্নমূল। তাদের ঠিকানা ফুটপাতেই। যার কারণে প্রথাগত আইনানুগ ব্যবস্থায় থামাতে পারছিলাম না। যার কারণে বিমানবন্দর ক্যাব কোর্টের মাধ্যমেই এসব ছিনতাইকারীদের সাঁজার ব্যবস্থা করা হয়েছে।
আপনার মতামত লিখুন :