মাসব্যাপী দেশের বিভিন্ন স্থানে পথশিশু ও অসহায় মানুষদের কম্বল বিতরণ করছে ঝিনাইদহ ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেটদের সংগঠন ‘ঝিনাইদহ এক্স ক্যাডেটস্ এসোসিয়েশন’ (জেক্সকা)।
এরই ধারাবাহিকতায় সোমবার (১৩ জানুয়ারি) রাজধানীর মোহাম্মদপুরে দুপুর ১২ টায় পথশিশুদের শিক্ষাঙ্গন `ছায়াতল বাংলাদেশে` কম্বল বিতরণ করছে সংগঠনটি। যা ছিল সংগঠনটির সমাপনী কার্যক্রম।
এদিন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে দুই শতাধিক পথশিশু শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
‘ছায়াতল’এর প্রতিষ্ঠাতা বি এম সোহেল রানার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, জেক্সকার প্রেসিডেন্ট প্রফেসর বোরহান উদ্দিন খান, ভাইস প্রেসিডেন্ট প্রফেসর ডা: আবুল বাশার, খুরশিদ আল মেহের, জেনারেল সেক্রেটারি গালিব মোহাম্মদ, ডেপুটি জেনারেল সেক্রেটারি সাব্বির আহমেদ, কালচারাল সেক্রেটারি ডা. বাপ্পা ঘোষ শাওন প্রমুখ।
উল্লেখ্য, সম্প্রতি জেক্সকা ঝিনাইদহ, যশোর, চুয়াডাঙ্গা, খুলনা এবং ঢাকা শহরের বিভিন্ন এলাকায় দুই হাজার দুঃস্থ ও অসহায় মানুষের মধ্যে কম্বল বিতরণ করেছে।
আপনার মতামত লিখুন :