ঢাকা বুধবার, ০১ জানুয়ারি, ২০২৫

পদ্মা উদ্যোক্তা ফাউন্ডেশন বেস্ট এন্টারপ্রেনার অ্যাওয়ার্ড পেলেন পুলিশ সুপার মো. নাইমুল হক

রূপালী ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ৩০, ২০২৪, ১২:২৯ এএম

পদ্মা উদ্যোক্তা ফাউন্ডেশন বেস্ট এন্টারপ্রেনার অ্যাওয়ার্ড পেলেন পুলিশ সুপার মো. নাইমুল হক

ছবি: রূপালী বাংলাদেশ

দেশের স্বনামধন্য মিডিয়া ব্যক্তিত্ব ও উদ্যোক্তাদের পদ্মা উদ্যোক্তা ফাউন্ডেশন বেস্ট এন্টারপ্রেনার অ্যাওয়ার্ড ও সনদ প্রদান করেছে উদ্যোক্তাদের নিয়ে কাজ করা স্বেচ্ছাসেবি সংগঠন ‘পদ্মা উদ্যোক্তা ফাউন্ডেশন’। শনিবার বিকেলে রাজধানীর সেগুনবাগিচা কেন্দ্রীয় কচি কাঁচার মেলা মিলনায়তনে এই অ্যাওয়ার্ড অনুষ্ঠান জমকালো আয়োজনের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে পর্যটন শিল্পে অসামান্য অবদান রাখায় বিশেষ করে ঢাকা,আশুলিয়া, সাভার,গাজীপুর, মুন্সিগঞ্জ ও নারায়ণগঞ্জ সহ ঢাকা বিভাগের বিভিন্ন পর্যটন স্পটগুলোতে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে নিরলস ভাবে কাজ করায় অনুষ্ঠানের বিশেষ অতিথি ঢাকা রিজিয়ন টুরিস্ট পুলিশ সুপার মো. নাইমুল হক পিপিএম কে সম্মাননা অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে পপ সম্রাটের জনক জনপ্রিয় শিল্পী ফেরদৌস ওয়াহিদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় নজরুল গীতি গায়িকা ফেরদৌস আরা।

উল্লেখ্য যে পুলিশ সুপার মো.  নাইমুল হক পিপিএম ঢাকা রিজিয়নে টুরিস্ট  পুলিশ সুপার হিসেবে যোগদান করেন  ২৫ শে সেপ্টেম্বর ২০২৩। উক্ত সময়কালে তিনি ঢাকা রিজিয়নের  বিভিন্ন হোটেল, রিসোর্ট, রেস্টুরেন্ট ও ট্যুরিজম স্পটগুলোতে টুরিস্ট পুলিশের বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেন।  

বিশেষ করে প্রতিটা হোটেল, রিসোর্ট, রেস্টুরেন্ট এ পর্যটকদের সুবিধার্থে টুরিস্ট পুলিশের হট লাইন নাম্বার স্থাপন  সহ বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেন। ফলে এ সমস্ত স্পটগুলোতে পর্যটকরা নির্ভয়ে এবং নিশ্চিন্তে আসতে পারছে এবং টুরিস্ট পুলিশের তথ্য ও সেবা গ্রহণ করছে। পর্যটন শিল্পে অসামান্য অবদানের জন্য ইতিপূর্বে ও জনাব মো. নাইমুল হক পিপিএম দেশি এবং বিদেশি বিভিন্ন সম্মাননা প্রাপ্ত হয়েছেন।

রূপালী বাংলাদেশ

Link copied!