গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় মাছ ধরতে গিয়ে বিপুল মন্ডল (৪০) নামের এক জেলে নিখোঁজ হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাতে উপজেলার গচাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিখোঁজ বিপুল মন্ডল গচাপাড়া গ্রামের মৃত মতিলাল মন্ডলের ছেলে। এ ঘটনায় বিপুল মন্ডলের বাড়িতে স্বজনদের আহাজারিতে চলছে শোকের মাতম।
জানা গেছে, গতকাল শনিবার বিকেলে বিপুল মাছ ধরার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। রাতে সে বাড়ি ফিরে না আসায় পরিবারের লোকজন বিভিন্ন এলকায় খোঁজাখুজি করে রোববার (৯ ফেব্রুয়ারি) সকালে পাশ্ববর্তী ভূয়ারপাড় গ্রামের খালে বিপুলের মাছ ধরার নৌকা দেখতে পায়। নৌকায় বিপুলের মোবাইল ফোন, লাইট ও কাপড় পড়ে রয়েছে।
এ ঘটনার পর স্থানীয় লোকজন কোটালীপাড়া ফায়ার সার্ভিসকে খবর দেয়।তারা ঘটনাস্থলে গিলে আজ রবিবার সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত পয়সার হাট-কোটালীপাড়া খালের গাচাপাড়া থেকে ভুয়ারপাড় এলাকায় তল্লাশী চালিয়েও বিপুলের সন্ধান পায়নি।
বিপুলের স্ত্রী মনি মন্ডল বলেন, প্রতিদিনের মত আমার স্বামী পাশ্ববর্তী পয়সারহাট-কোটালীপাড়া খালে নৌকা নিয়ে চড়পাটা দিয়ে মাছ ধরতে যায়। রাতে ফিরে না আসায় আমরা বিভিন্ন এলাকায় খোঁজখবর শুরু করি। এরপর এই খালের ভুয়ারপাড় এলাকায় আমার স্বামীর মাছ ধরা নৌকাটি দেখতে পাই। নৌকায় তার ব্যবহৃত লাইট, লুঙ্গি ও মোবাইল ফোন পাই। কিন্তু মোবাইল ফোনটি বন্ধ রয়েছে।
তিনি আরো বলেন, আমার স্বামী একজন সুস্থ মানুষ। তার কোন রোগ নেই। আমাদের ধারণা তাকে কেউ মেরে ফেলেছে।
এলাকার ইউপি সদস্য আবুল কালাম মিয়া বলেন, বিপুল একজন ভালো মানুষ।এক ছেলে এক মেয়ে ও স্ত্রীকে নিয়েই তার সংসার। মাছ ধরেই তার সংসার চলে। এলাকায় তার তেমন কোন শত্রু ছিলো না। কোন কারনে বিপুল নিখোঁজ হলো তাহা আমরা এলাকাবাসী বুঝতে পারছি না।
কোটালীপাড়া ফায়ার সার্ভিসের টিম লিডার লিয়াকত হোসেন বলেন, সকাল ১০টায় আমরা বিপুলের নিখোঁজের খবর পেয়েই ঘটনাস্থলে আসি। পরবর্তীতে মাদারীপুর ফায়ার সার্ভিসের ৩ জন ডুবরীকে এনে সকাল ১১টা থেকে উদ্ধার অভিযান চালিয়ে আসছি। এখনও বিপুলের কোন সন্ধান পাই নি। আমরা আরো কিছু সময় আমরা এই উদ্ধার তৎপরতা চালাবো।
কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন, বিষয়টি জানার পরেই আমি ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মতামত লিখুন :