টাঙ্গাইলের ধনবাড়ীতে প্রাইভেটকার ও ভ্যানের সংঘর্ষে মর্জিনা (৪০) নামের এক ভ্যানযাত্রী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন ভ্যানচালক লাল মিয়া (৪৫) এবং প্রাইভেটকারের কয়েকজন যাত্রী। আহত ভ্যানচালককে আশঙ্কাজনক অবস্থায় জামালপুর সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার (৯ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে ঢাকা-জামালপুর মহাসড়কের ধনবাড়ী উপজেলার বানিয়াজান ইউনিয়নের নাথের পাড়া আয়নালের মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মর্জিনা বেগম সরিষাবাড়ী উপজেলার মহাদান ইউনিয়নের অজিনাথপুর গ্রামের বাসিন্দা। দুর্ঘটনায় তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ভ্যানচালক লাল মিয়ার ভাই হারুনুর রশিদ।
স্থানীয়রা জানান, নিহত মর্জিনা বেগম লাল মিয়ার ভ্যানে করে আত্মীয় বাড়িতে যাচ্ছিলেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে গ্রাম পুলিশ নিশি জানান, জামালপুর থেকে ছেড়ে আসা একটি প্রাইভেট কার নাথেরপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেট কার সড়কের পাশে ছিটকে পড়ে এবং ভ্যানটি দুমড়েমুচড়ে যায়।
এই ঘটনায় ভ্যানচালক লাল মিয়া (৪৫) গুরুতর আহত হন এবং মর্জিনা বেগম ঘটনাস্থলেই গুরুতর আঘাতপ্রাপ্ত হন। আহতদের উদ্ধার করে জামালপুর সরকারি হাসপাতালে পাঠানো হয়। তবে, প্রাইভেট কারের আহত যাত্রীদের নাম-পরিচয় এখনো জানা যায়নি।
দুর্ঘটনার পর স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে।
আপনার মতামত লিখুন :