বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) শিরোপা নিয়ে ফরচুন বরিশাল এখন বরিশালে। রোববার দুপুরে বরিশাল দল ট্রফি নিয়ে শহরের বেলসপার্কে আসেন। তাদের যাওয়ার আগেই লক্ষাধিক দর্শকে কানায় কানায় পরিপূর্ণ হয়ে ওঠে মাঠ। কঠোর নিরাপত্তায় দুটি লাল গাড়িতে বিকেলে ৪টায় নগরের মূল সড়ক থেকে বেলসপার্কের
দিকে যায় তামিমের দল। বিকেল সোয়া ৪টার দিকে মঞ্চে ওঠে পুরো বরিশাল দল। এ সময় দর্শকেরা করতালি দিয়ে অভিনন্দন জানান চ্যাম্পিয়ন খেলোয়াড়দের।
তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, নাজমুল হোসেন শান্তদের চোখের সামনে দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন বরিশালের ক্রিকেটপ্রেমীরা।
তামিম ভক্ত মারুফ হোসেন নামক স্কুলশিক্ষক বলেন, ‘বিপিএলের এই বিজয় আমাদের জন্য বড় প্রেরণা। বরিশাল পারে, সামনেও পারব। তানিয়া আক্তার নামক এক
তরুণী বলেন, ‘তামিম ভাইদের কাছ থেকে দেখেছি, অনেক ভালো লাগছে। আগামীতে বরিশালবাসীর জন্য আরও বড় ধরনের সুখবর বয়ে আনায় ফরচুন বরিশাল প্রত্যাশা তাদের।
ফরচুন বরিশাল দল ফ্র্যাঞ্চাইজি স্বত্বাধিকারী মিজানুর রহমানের প্রতিষ্ঠানে গিয়ে মধ্যাহ্নভোজ করেন। এরপর বেলসপার্কে এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেয় সবাই। নিরাপত্তা নিশ্চিত করতে পুরো বেলসপার্ক সেনাবাহিনীর একাধিক দল টহল দেয়। তখন বিজয় ট্রফি তামিমেরা উচিয়ে ধরলে লাখো দর্শক তামিমসহ একে একে মুসফিক-মাহমুদুল্লাহর নাম ধরে ফরচুন বরিশালের পক্ষে স্লোগান দিতে থাকেন।’
আপনার মতামত লিখুন :