সোমবার, ৩১ মার্চ, ২০২৫

কলাপাড়ায় ছয় ব্যবসায়ীকে জরিমানা

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২৫, ০৫:২৮ পিএম

কলাপাড়ায় ছয় ব্যবসায়ীকে জরিমানা

ছবি: রূপালী বাংলাদেশ

পটুয়াখালীর কলাপাড়ায় ছয় ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বিদেশী পণ্যে আমদানীকারকের নাম না থাকা, নকল প্রসাধনী বিক্রি, অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যদ্রব্য তৈরী ও সংরক্ষন, অতিরিক্ত মূল্যে পণ্য সামগ্রী বিক্রি এবং মূল্য তালিকা না থাকার অপরাধে সোমবার দুপুরে পৌর শহরের নতুন বাজার এলাকায় ব্যবসায়ীদের এ জরিমানা করা হয়।

ব্যবসায়ীরা হলো সহিদ বেকারী পনের হাজার টাকা, জে,সি এন্টারপ্রাইজে পাঁচ হাজার টাকা, সোয়াইব ফাষ্ট ফুডে চার হাজার টাকা, আশা কসমেটিকসে আড়াই হাজার টাকা, খেপুপাড়া ষ্টোর্স এবং রেদোয়ান কসমেটিকসে দুই হাজার টাকা করে মোট ত্রিশ হাজার পাঁচশত টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন ভোক্তা সংরক্ষন অধিদপ্তর পটুয়াখালী জেলার উপ-পরিচালক শাহ মো. সোয়াইব মিয়া।

এ সময় উপজেলা সেনেটারী কর্মকর্তা মৃনাল চন্দ্র দেবনাথ উপস্থিত ছিলেন।

আরবি/জেডআর

Link copied!