বান্দরবানের অন্যতম দর্শনীয় স্থান দেবতাখুমে পর্যটক ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে জেলা প্রশাসন।
সোমবার (১০ ফেব্রুয়ারি) বান্দরবান জেলা প্রশাসক শামীম আরা রিনি স্বাক্ষরিত এক গণ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৬ জানুয়ারি জেলায় আইনশৃঙ্খলা রক্ষা এবং সমন্বয়-সংক্রান্ত কোর কমিটির সভার সিদ্ধান্তের প্রেক্ষিতে রোয়াংছড়ি উপজেলার দেবতাখুম পর্যটন কেন্দ্রটি ১১ ফেব্রুয়ারি থেকে সব পর্যটকদের জন্য উন্মুক্ত করা হলো।
বান্দরবান জেলা প্রশাসক শামিম আরা রিনি বলেন, দীর্ঘদিন পর সবার সম্মিলিত সিদ্ধান্তের প্রেক্ষিতে জেলার অন্যতম দর্শনীয় পর্যটন স্পষ্ট দেবতাখুম আগামীকাল মঙ্গলবার থেকে সব পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে।
নিরাপত্তার বিষয়ে তিনি বলেন, নিরাপত্তার দায়িত্বে সার্বক্ষণিক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়োজিত থাকবে এবং পর্যটনকেন্দ্রের আশপাশে পুলিশ, বিজিবি, সেনাবাহিনীর টহল দলও থাকবে। ভ্রমণ পিপাসু প্রকৃতিপ্রেমী সব পর্যটকদের নির্বিঘ্নে দেবতাখুম ভ্রমণের আহ্বান জানিয়েছেন তিনি।
এদিকে, দীর্ঘদিন পর দেবতাখুম পর্যটন কেন্দ্রটি পর্যটকদের জন্য উন্মুক্ত করার ঘোষণায় আবারও প্রাণচঞ্চলতা ফিরে এসেছে পর্যটনকেন্দ্র নির্ভর টুরিস্ট গাইড, গাড়িচালক এবং পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ী ও জনসাধারণের মাঝে।
আপনার মতামত লিখুন :