সোমবার, ৩১ মার্চ, ২০২৫

অপারেশন ডেভিল হান্ট: নোয়াখালীতে যৌথ বাহিনীর ওপর ককটেল নিক্ষেপ

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২৫, ০২:১৯ পিএম

অপারেশন ডেভিল হান্ট: নোয়াখালীতে যৌথ বাহিনীর ওপর ককটেল নিক্ষেপ

ছবি: রূপালী বাংলাদেশ

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়াতে অপারেশন ডেভিল হান্টের তৃতীয় দিনে অভিযান পরিচালনা করেছে যৌথ বাহিনী। এ সময় এক যুবলীগ নেতাসহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযান চলাকালে হাতিয়ায় সন্ত্রাসীরা যৌথ বাহিনীর ওপর ককটেল নিক্ষেপ করে।

গ্রেপ্তারকৃতরা হলেন, একই ইউনিয়নের মৃত নুরুল হকের ছেলে মো.নবীর উদ্দিন (৫০) ও হাজী আব্দুল মতিনের ছেলে মো.ইমাম হোসেন (৫০)।  

পুলিশ জানায়, সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে হাতিয়া থানা পুলিশ ও বাংলাদেশ নৌবাহিনী যৌথ অভিযান চালায় উপজেলার চরকিং ইউনিয়নের কলেজ রোডের হাজী আবুল বাশার মার্কেটের বিপরীতে কাউছার মিয়ার ব্রিক ফিল্ড এলাকায়। ওই সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছলে অজ্ঞাত সন্ত্রাসীরা ব্রিক ফিল্ডের মাঠের দিক থেকে যৌথ বাহিনীর গাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে। আত্মত্মরক্ষার্থে যৌথ বাহিনী ফাঁকা গুলি চালায়। এরপর সন্ত্রাসীরা বেপরোয়াভাবে যৌথ বাহিনীর দিকে অগ্রসর হলে যৌথ বাহিনী গুলি চালালে সন্ত্রাসীরা দৌঁড়ে পালানোর চেষ্টা করলে ঘটনাস্থল থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়।  

পুলিশ সুপার (এসপি) আবদুল্লা আল ফারুক আরও বলেন, এ ঘটনায় অস্ত্র ও বিস্ফোরক আইনে দুটি মামলা হয়েছে। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আসামিদের নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হবে।
 

আরবি/জেডআর

Link copied!