বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫

ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২৫, ০৪:১৪ পিএম

ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

ছবি: সংগৃহীত

বস্ত্র অধিদফতরের অধীনে নিয়ে পাঠদানের দাবিতে সড়ক অবরোধ করেছে নরসিংদীর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা। এর ফলে ঢাকা-সিলেট মহাসড়কের অন্তত ১০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বেলা পৌনে বারোটায় সড়ক অবরোধ করে  শিক্ষার্থীরা।

শিক্ষর্থীরা জানায়, দীর্ঘদিন ধরে নরসিংদীর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজকে বস্ত্র অধিদফতরের অধীনে নিয়ে পাঠদানের দাবি জানিয়ে আসছিল শিক্ষার্থীরা। সরকার সেটিকে আমলে না নিয়ে বরং নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের কার্যক্রমকে বন্ধের সিদ্ধান্ত নিচ্ছে। পাশাপাশি এই কলেজের শিক্ষার্থীদের টাঙ্গাইলের কালিহাতি ইঞ্জিনিয়ারিং কলেজে স্থানান্তরে পরিকল্পনা করেছে, যেটি শিক্ষার্থীদের জন্য অপমানজনক। সেই সঙ্গে বন্ধ হয়ে যাবে এই কলেজটি, যা শিক্ষার্থীরা কোনো ভাবেই মেনে নেবে না।

আরবি/এসবি

Link copied!