চাঁদপুর সেচ প্রকল্প অভ্যন্তরে ফরিদগঞ্জের জলাবদ্ধতা নিরসন এবং সেচ সংক্রান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে সংশ্লিষ্ট অংশীজনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নিবার্হী কর্মকর্তা সুলতানা রাজিয়ার সভাপতিত্বে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহমুদুল হাসানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পানি উন্নয়ন বোর্ডের নিবার্হী প্রকৌশলী মো. জহুরুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ আবু তাহের, জেলা মৎস্য কর্মকর্তা মো. গোলাম মেহেদী হাসান, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি, সেচ) চাঁদপুরের সহকারি প্রকৌশলী মো. খলিলুর রহমান, সহকারি কমিশনার (ভুমি) এ আর এম জাহিদ হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা কল্লোল কিশোর সরকার, উপজেলা সংগ্রাম কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা দুলাল, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি মোঃ মহিউদ্দিন, সাবেক সভাপতি নুরুন্নবী নোমান, সাধারন সম্পাদক নুরুল ইসলাম ফরহাদ প্রমূখ।
এ সময় বক্তারা বলেন, চাঁদপুর সেচ প্রকল্পাধীন এলাকায় জলাবদ্ধতা নিরসন, সেচ খাল খনন এবং পানি সরবরাহ নিশ্চিত করতে সমন্বিত ভাবে উদ্যোগ গ্রহণের জন্য জেলা প্রশাসক সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করেন। একই সাথে ডাকাতিয়া নদী এবং সংলগ্ন খালে কোন বাঁধা না থাকে যাতে তা নিশ্চিত করা এবং উন্মুক্ত জলাশয়ে যেগুলোতে ইজারা হয় সেখানে যাতে কোন ভাবেই বাঁধ দেয়া না হয়। সে বিষয়ে সকরে সহযোগিতা কামরা করেন।
আপনার মতামত লিখুন :