বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫

কোম্পানীগঞ্জে দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ে প্রশিক্ষণ

রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৪, ২০২৫, ০২:১২ পিএম

কোম্পানীগঞ্জে দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ে প্রশিক্ষণ

ছবি: সংগৃহীত

সিলেটের কোম্পানীগঞ্জে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কারিগরি সহায়তায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ইসলামিক রিলিফ বাংলাদেশের সার্বিক সহযোগিতায় উপজেলা পরিষদের হল রুমে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

প্রশিক্ষণে উপজেলার ছয়টি ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা, হিসাব সহকারী কর্মকর্তা ও ইউনিয়ন উদ্যোক্তারা অংশ নেন।

জাতীয় পর্যায়ে ইউনিয়ন পরিষদের দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির তথ্য হালনাগাদের এটি ছিল প্রথম প্রশিক্ষণ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পরিচালক (এমআইএম) নিতাই চন্দ্র দে এবং সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজুন্নাহার। প্রশিক্ষণ পরিচালনা করেন মো. মোবিনুর রহমান।
 

আরবি/জেডআর

Link copied!