শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৪, ২০২৫, ০৮:০৮ পিএম

সোনারগাঁওয়ে রাস্তা নির্মাণে ব্যাপক অনিয়ম

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৪, ২০২৫, ০৮:০৮ পিএম

সোনারগাঁওয়ে রাস্তা নির্মাণে ব্যাপক অনিয়ম

ছবি: রূপালী বাংলাদেশ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ৬ কোটি ৬৮ লাখ টাকায় সড়ক নির্মাণে দূর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠান হাসমত এন্ড ব্রাদার্সের বিরুদ্ধে।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে সরে জমিনে গিয়ে দেখা যায়, উপজেলার প্রাণকেন্দ্র মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় ড্রেন নির্মাণ কাজে কার্যাদেশ মেনে ঠিকাদারি প্রতিষ্ঠান নির্মাণ কাজ করছেন না। ড্রেন নির্মাণ কাজে ৬ ইঞ্চি স্রাব ও ঢালাই দেওয়ার কথা থাকলেও দেওয়া হচ্ছে ৫ইঞ্চি। ১২ মিলি রড ব্যবহার করার উল্লেখ থাকলেও সেখানে ব্যবহার হচ্ছে ১০ মিলি রড। ড্রেনের সলিংয়ে ৩ ইঞ্চি সিসি ঢালাইয়ে দেওয়া হয়েছে মাত্র ১ ইঞ্চি। ড্রেনের মাটি সরিয়ে তা অন্যত্র বিক্রি করে দিয়েছেন ঠিকাদারি প্রতিষ্ঠান।

তথ্য সুত্রে জানা যায়, নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ বিভাগ মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় পানি নিষ্কাষনের জন্য ফুটওভার ব্রীজ থেকে শুরু করে শহীদ মজনু পার্ক পর্যন্ত ড্রেন ও গুরুত্বপূর্ন ৪টি স্থানে আরসিসি ঢালাইয়ের জন্য দরপত্র আহবান করে। পরে হাসমত এন্ড ব্রাদার্স নামের ঠিকাদারী প্রতিষ্ঠান ৬ কোটি ৬৮ লাখ টাকায় কার্যাদেশ পান। কার্যাদেশ পাওয়ার পর গত ২০ দিন ধরে নির্মাণ কাজ শুরু করেন। নির্মাণ কাজের শুরু থেকে ওই ঠিকাদারী প্রতিষ্ঠান কাজে অনিয়ম করে যাচ্ছেন।

গত কয়েকদিন ধরে হাসমত এন্ড ব্রাদার্স নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান নির্মাণ কাজ শুরু করে। সড়কের ড্রেন নির্মাণে এমন অনিয়ম ও দূর্নীতি দেখা গেলে এ ঠিকাদার সড়ক নির্মাণে কি করবে তা নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন স্থানীয়রা। তবে নির্মাণ কাজে কোন অনিয়ম হচ্ছে না বলে দাবি করেছেন হাসমত এন্ড ব্রাদার্সের তাই স্বত্বাধিকারী হাসমত আলী হাসু। কার্যাদেশ মেনে নির্মাণ কাজ হচ্ছে বলে তিনি দাবি করেছেন।

এলাকাবাসীর অভিযোগ, ঠিকাদারী প্রতিষ্ঠান কার্যাদেশ মেনে যেভাবে কাজ করার কথা সেভাবে কাজ করছেন না। ৯-১০টি গ্রামের পানি নিষ্কাষনের জন্য এ ড্রেন ব্যবহার করা হবে। কিন্তু নিন্মমানের কাজ করা হলে খুব অল্প সময়ের মধ্যে তা নষ্ট হয়ে যাওয়ার সম্ভবনা আছে। সংশ্লিষ্ট প্রতিষ্টান কাজের সঠিক নজরদারি করলে অনিয়ম করতে পারবে না।

মোগরাপাড়া এলাকার আবুল হোসেন মেম্বার জানান, ড্রেন নির্মাণের মধ্য দিয়ে দীর্ঘদিনের ভোগান্তি শেষ হবে। ড্রেনের দুপাশের দেয়াল ঢালাইয়ের পর ফাঁকা অংশে ড্রেন থেকে তোলা মাটি ব্যবহার করে ভরাট করার কথা থাকলেও তা পাশ্ববর্তী খাল থেকে এনে পলিথিন ও আবর্জনা মিশ্রিত কাদা মাটি দিয়ে ভরাট করা হচ্ছে। তবে নির্মাণ কাজে অনিয়ম থাকলে ড্রেনটি বেশিদিন স্থায়িত্ব হবে না। ঠিকাদারি প্রতিষ্ঠানের অনিয়ম রোধে প্রশাসনের নজরদারি দরকার।

হাসমত এন্ড ব্রাদার্সের স্বত্বাধিকারী হাসমত আলী হাসু বলেন, কার্যাদেশ মেনে নির্মাণ কাজ করছেন। নির্মাণ কাজে কোন অনিয়ম হচ্ছে না। ড্রেনের মাটি সরিয়ে কাজের অন্য সাইডে নেওয়া হয়েছে। কার্যাদেশে ঢালাইয়ের ফাঁকা অংশে বালুর ব্যবহার উল্লেখ নেই। তবে সঠিক নিয়মে তার প্রতিষ্ঠান কাজ করে যাচ্ছে।

সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার ফারজানা রহমান বলেন, বিষয়টি সাংবাদিকদের মাধ্যমে অবগত হয়েছি ৷ সওজের কর্তৃপক্ষকে জানিয়েছি৷  অনিয়মের প্রমাণ পেলে অবশ্যই তার বিরুদ্ধে কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. আল রাজী নিলয় বলেন, ঠিকাদারি কাজে অনিয়মের কোন সুযোগ নেই। কার্যাদেশ মেনেই কাজ করতে হবে। অনিয়মের প্রমান পেলে ব্যবস্থা নেওয়া হবে।

আরবি/জেডআর

Link copied!