মঙ্গলবার, ০১ এপ্রিল, ২০২৫

জমজমাট চট্টগ্রাম রিহ্যাব ফেয়ার

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৫, ২০২৫, ০৫:৩৪ পিএম

জমজমাট চট্টগ্রাম রিহ্যাব ফেয়ার

ছবি: রূপালী বাংলাদেশ

জমে ওঠেছে চট্টগ্রাম রিহ্যাব ফেয়ার ২০২৫। গতকাল শুক্রবার দ্বিতীয় দিনের মেলাতেও ছিলো ক্রেতা-দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। 

আবাসন খাতের উদ্যোক্তাদের আয়োজনে রিহ্যাব ফেয়ার থেকে পছন্দ মতো ফ্ল্যাট ও কাঙ্খিত প্লটের বুকিং দিতে পারছেন ক্রেতারা।

এক ছাতার নিচে সব ধরনের সুযোগ-সুবিধা বিদ্যমান থাকায় রিহ্যাব ফেয়ার ঘিরে ক্রেতা-বিক্রেতাদের সব সময় বাড়তি আগ্রহ রয়েছে।

বন্দরনগরীর পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউ এ অনুষ্ঠিত মেলায় প্রথমবারের মত আগত ক্রেতাদের শিশুদের জন্য মনোরোম কিডস জোন এর ব্যবস্থা করা হয়েছে।

ফলে ছুটি দিনে শুক্রবার শেষ বিকেলে অনেক ক্রেতা তাদের শিশুদের নিয়ে মেলায় আসেন।

চার দিনব্যাপী আবাসন খাতের এ মেলা চলবে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত। সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত ক্রেতা দর্শনার্থীরা মেলায় প্রবেশ করতে পারবেন।

মেলায় প্রবেশে সিঙ্গেল এন্ট্রি টিকিটের প্রবেশ মূল্য ৫০ টাকা। আর মাল্টিপল এন্ট্রি টিকিটের মূল্য ধরা হয়েছে ১০০ টাকা। মাল্টিপল এন্ট্রি টিকিট দিয়ে একজন দর্শনার্থী মেলার সময় ৫ বার প্রবেশ করতে পারবেন। টিকিটের রাফেল ড্রতে থাকছে আকর্ষণীয় পুরস্কার।

মেলায় গোল্ড স্পন্সর হয়েছে পূর্বাচল প্রবাসী পল্লী ও উইকন প্রপার্টিজ। মেলা উপলক্ষে বুকিং দিলেও ক্রেতার জন্য বিশেষ ছাড় দিচ্ছে তারা।

মেলায় অংশ নেওয়া প্রতিষ্ঠান সিএ প্রপার্টি ডেভেলপমেন্ট (সিপিডিএল) এবং ইপিক প্রপার্টিজ লিমিডেট।

এ প্রতিষ্ঠানের কর্মকর্তারা জানান, মধ্য ও উচ্চবিত্ত সব ধরনের ক্রেতাদের জন্য ফ্ল্যাট রয়েছে তাদের বিভিন্ন প্রকল্পে। মেলায় তারা ভালো লিড পাবেন এমন আশা তাদের।

রিহ্যাব পরিচালক এবং চট্টগ্রাম রিজিওনাল কমিটির কো চেয়ারম্যান মোহাম্মদ মোরশেদুল হাসান বলেন, মেলার মাধ্যমে আবাসন খাতের অচলাবস্থা কাটিয়ে উঠার চেষ্টা করছে বিভিন্ন প্রতিষ্ঠান।

মেলায় অংশ নেওয়ার তার প্রতিষ্ঠান সিকিউর প্রপার্টি ম্যানেজেমেন্ট লিমিডেট। তিনি জানান মেলায় অধিকাংশ ক্রেতা মাঝারি সাইজের ফ্ল্যাট এর খোঁজ নিচ্ছেন।

রিহ্যাব এর ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির চেয়ারম্যান হাজী দেলোয়ার এর প্রতিষ্ঠ্যান আর এফ বিল্ডার্স লিমিটেড।

কক্সবাজারে রেডি স্টুডিও এ্যাপার্টমেন্ট নিয়ে এসেছেন তিনি। মেলায় পজিটিভ সাড়া পাচ্ছেন উল্লেখ করে তিনি বলেন আবাসন খাত নানা সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে।

বৈষম্যমূলক ড্যাপ সংশোধন হলে মেলার মাধ্যমে আবাসন খাত ঘুরে দাঁড়াবে এমন প্রত্যাশা তার।

আরবি/জেডআর

Link copied!