ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে মাদারীপুরের শিবচরে একটি ড্রাম ট্রাকের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার পূর্ব সন্যাসীরচর এলাকার প্রস্তাবিত সেনাবাহিনীর তেলের পাম্পের কাছে এ ঘটনা ঘটে।
নিহত লিমন বেপারী (২১) দ্বিতীয়খন্ড ইউনিয়নের ঠেঙ্গামারা গ্রামের নুর মোহাম্মদ বেপারীর ছেলে ও নিহত নয়ন মাদবরেরচর ইউনিয়নের বাখরেরকান্দি এলাকার রুস্তম হাওলাদারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়,সূর্যনগর বাজারে মোটরসাইকেল গ্যারেজে কাজ করতেন তারা। গ্যারেজ বন্ধ করে বাড়ি ফিরছিলেন। ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পূর্ব সন্যাসীরচর এলাকায় প্রস্তাবিত সেনাবাহিনীর তেলের পাম্পের কাছে বালুর ড্রাম ট্রাকটি বেপরোয়া গতিতে ভুল পাশ দিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই লিমন বেপারীর মৃত্যু হয় এবং পিছনে থাকা নয়ন গুরুতর আহত হন। নয়নকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে মৃত্যু হয়।
শিবচর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম জানান,‘ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়েছে ও আরেকজনকে ঢাকায় নেওয়ার পথে মৃত্যু হয়। ড্রাম ট্রাকটি জব্দ করে থানায় আনা হয়েছে।
উল্লেখ্য,‘শিবচরে দিন দিন বেড়েই চলেছে ড্রাম ট্রাকের এই রকম দুর্ঘটনা। আইনকে কোন তোয়াক্কা না করেই বেপরোয়াভাবে চলছে এই ট্রাকগুলো। কিছুদিন আগে বালুর ড্রাম ট্রাকের দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দুইজন শিক্ষার্থী। ট্রাকগুলোর নেই কোন ফিটনেস যা রাস্তায় খুবই বিপদজনক আর চালকের আসনে যারা বসে তাদের বেশিরভাগ অদক্ষ। দ্রুত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়ে জনমনে স্বস্তি ফিরিয়ে আনার তাগিদ জানিয়েছে সুশীল সমাজ।
আপনার মতামত লিখুন :